অলস্পোর্ট ডেস্ক: দল বদল করছেন না রয় কৃষ্ণা। তিনি ভারতে আসার পর থেকেই তাঁকে নিয়ে আগ্রহ সব সময়ই তুঙ্গে থেকেছে তা মোহনবাগানে থাকার সময়ই হোক বা ওড়িশা এফসিতে। যে দলেই গিয়েছেন সেখানকার হিরো হয়ে উঠেছেন। এখনও মোহনবাগান সমর্থকদের মুখে মুখে ফেরে তাঁর নাম। যদিও তিনি গত মরসুমে খেলেছেন ওড়িশার হয়ে। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) দল ওড়িশা এফসি এবারও ঘোষণা করে দিল, রায় কৃষ্ণা তাঁর চুক্তির মেয়াদ বাড়িয়েছে আগামী মরসুমেও খেলবেন ওড়িশার জার্সিতেই।
কৃষ্ণা এই মরসুমে লিগে ১৩টি গোল করেছেন এবং তাঁর নামে তিনটি অ্যাসিস্ট করেছেন। মলদ্বীপে মাজিয়া এসএন্ডআরসি-র বিরুদ্ধে ওডিশা এফসি-এর ৩-২ এএফসি কাপ কামব্যাক জয়ে কৃষ্ণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কারণ খেলার শেষ মিনিটে জয়ের গোলটি এসেছিল তাঁরই পা থেকে।
ওড়িশার সঙ্গে চুক্তি বাড়িয়ে রয় কৃষ্ণা বলেন, “ওড়িশায় আমার থাকা আরও এক বছর বাড়াতে পেরে আমি খুবই আনন্দিত। আমি একটি দুর্দান্ত মরসুম কাটিয়েছি এবং পরেরটিতে আমরা একসঙ্গে কী অর্জন করতে পারি তা দেখার জন্য মুখিয়ে রয়েছি। মাঠে এবং মাঠের বাইরে আমাদের সমর্থকদের কাছ থেকে আমি যে সমর্থন পাই তা অতুলনীয় এবং খেলার প্রতি আমার আবেগকে সত্যি অর্থে এটা উদ্বুদ্ধ করে রাখে।’’
কোচ সার্জিও লোবেরার অধীনে খেলাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। তার দৃষ্টি, নেতৃত্ব এবং শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। আমি তার নির্দেশনায় শেখা এবং এগিয়ে যেতে আগ্রহী, এবং আমি আত্মবিশ্বাসী যে একসঙ্গে, আমরা এই বছর দুর্দান্ত কিছু অর্জন করব।”
প্রধান কোচ সার্জিও লোবেরা বলেন, “পরের মরসুমে রয়ের মতো একজন খেলোয়াড় এবং পেশাদারকে পেয়ে আমি খুশি। সে গত বছর আমাদের সাফল্য অর্জনে সহায়তা করেছে এবং আমি নিশ্চিত যে এই বছরও সেই সাহায্য বজায় থাকবে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার