অলস্পোর্ট ডেস্ক: প্রাক্তন মরক্কো মিডফিল্ডার আবদেলাজিজ বারাদা ৩৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। প্যারিস সেন্ট-জার্মেইন এবং মার্সেই-এর হয়ে খেলেছেন তিনি। ফ্রান্সে এই দু’টি ক্লাবের হয়ে খেলেছেন তিনি। বৃহস্পতিবার ক্লাবের তরফেই এই খবর জানানো হয়। “আবদেলাজিজ শান্তিতে থাকুন,” মার্সেই-এর তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে। পিএসজি তাঁর মৃত্যুর সংবাদে লেখে, “বড় দুঃখ’’। ফ্রান্সে জন্মগ্রহণকারী বারাদা স্পেনের গেটাফেতে যাওয়ার আগে পিএসজিতে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। আবু ধাবির আল জাজিরাতে একটি সংক্ষিপ্ত সময় কাটানোর পরে ২০১৪ সালে মার্সেইয়ের হাত ধরে ফ্রান্সে ফিরে আসেন কিন্তু দুই বছর পর আবার গালফে ফিরে যান।
তিনি ২০১২ থেকে ২০১৫-এর মধ্যে মরক্কোর হয়ে ২৬ বার খেলেছেন, চারবার গোল করেছেন। তিনি লন্ডনে ২০১২ অলিম্পিকেও খেলেছিলেন, হন্ডুরাসের সঙ্গে সেই ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ২০১৫-তে দেশের জার্সিতে শেষ বছর তিনি চারটি গোল করেছিলেন।
তাঁর প্রয়ানের খবরে শোকাহত ফুটবল দুনিয়া। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে মরোক্কোর কিছু সংবাদ মাধ্যমের দাবি হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। ২০২১-এ তিনি ফুটবল থেকে অবসর নিয়েছিলেন।
“রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন প্রাক্তন মরক্কোর আন্তর্জাতিক, প্রয়াত আবদেলাজিজ বারাদার পরিবারের প্রতি এবং তাদের মাধ্যমে তার সমস্ত পরিবার এবং আত্মীয়দের পাশাপাশি জাতীয় ফুটবল পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়,” মরোক্কো ফুটবল ফেডারেশনের তরফে বলা হয়েছে।
বারাদা ২০১১-২০১৩-এর মধ্যে স্প্যানিশ ক্লাব গেটাফের হয়ে ৬৪ বার খেলেছেন এবং মার্সেইয়ের হয়ে ২০১৪-২০১৬-এর মধ্যে তাঁর দুই মরসুমে দু’বার গোল করেছেন। ফ্রান্সে জন্মগ্রহণ করা বারাদা প্যারিস সেন্ট-জার্মেইনে রিজার্ভ সাইডে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে, “ক্লাব এই কঠিন সময়ে তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার