অলস্পোর্ট ডেস্ক: যখন ইউরো কাপ ২০২৪-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হল পর্তুগাল ও ফ্রান্স তখন প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়ে ফেলেছে স্পেন। ছিটকে গিয়েছে আয়োজক দেশ জার্মানি। ফ্রান্স ও পর্তুগাল, দুই দলের কেউই খুব ভাল ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছয়নি। রীতিমতো লড়াই ও ভাগ্যের জোড়েই এই ম্যাচ খেলতে নেমেছিলেন রোনাল্ডো, এমবাপ্পেরা। যদিও এই ম্যাচের নির্ধারিত সময়ে কোনও গোল হল না। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল থাকে গোলশূন্য। শেষ পর্যন্ত টাইব্রেকার। যেটা পুরোপুরি ভাগ্যের খেলা। আর সেই ভাগ্যের খেলা ০-০ (৫-৩) গোলে জিতে দ্বিতীয় সেমিফাইনালিস্ট হিসেবে জায়গা পাকা করে নিল ফ্রান্স।
টাইব্রেকারে প্রথম শট নিতে যায় ফ্রান্স। প্রথম শট থেকে গোল করেন দেমবেলে। পর্তুগালের হয়ে প্রথম শটে গোল করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইউসুফ ফোফানা। পর্তুগালের হয়ে ২-২ করেন বার্নার্ডো সিলভা। ফ্রান্সের হযে তৃতীয় গোল করেন জুলস কোঁদে। এর পরই পর্তুগালের হয়ে পেনাল্টি মিস করেন জোয়াও ফেলিক্স। ফ্রান্সের হয়ে ৪-২ করেন ব্র্যাডলি বারকোলা। পর্তুগালের হয়ে ব্যবধান কমান নুনো মেন্ডেজ কিন্তু পঞ্চম গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন থিও হার্নান্ডেজ।
এদিন টাইব্রেকারে শট নিতে দেখা যায়নি দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নেন কোচ। প্রথম ম্যাচেই নাকে গুরুতর চোট পেয়ে ছিটকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। তখনই অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ইউরোর কথা মাথায় রেখে তিনি সেটা করাননি। বিশেষভাবে প্রস্তুত মাস্ক পরেই তিনি তার পর থেকে খেলা চালিয়ে গিয়েছেন, যা তাঁর নাককে সুরক্ষা দেবে। কিন্তু এদিন দেখা গেল নাকে বরফ দিতে। ব্যথায় চোখ-মুখ কুঁচকে যাচ্ছিল। দলের তারকা প্লেয়ারকে নিয়ে আর ঝুঁকি নেননি কোচ।
এদিকে সেমিফাইনালের এতটা কাছে পৌঁছেও হার যেন মানতে পারছেন না দলের দুই সিনিয়র প্লেয়ার রোনাল্ডো ও পেপে। হেরে মাঠ ছাড়ার সময় রোনল্ডোকে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলতে দেখা যায় পেপে-কে। তখন চোখ ভর্তি জল রোনাল্ডোরও। নিজেকে নিয়ন্ত্রণ করছিলেন। এই যন্ত্রণা হারের, এই যন্ত্রণা আর ইউরো কাপ না খেলতে পারার। পরের ইউরো কাপে হয়তো আর খেলতে দেখা যাবে না এই দুই তারকা প্লেয়ারকে। তারকাহীন হয়েই হয়তো পরের ইউরো কাপ খেলতে নামবে পর্তুগাল, ততদিনে যদি না নতুন কোনও তারকা তৈরি হয়ে যায়। তবে রোনাল্ডোরা তো আর রোজ তৈরি হয় না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার