অলস্পোর্ট ডেস্ক: ফ্রান্স ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয় ডিভিশনের ক্লাব এসএম কানের মালিকানায় সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছেন। সোমবার ফরাসি মিডিয়ার তরফে এমনটাই জানানো হয়েছে। ২৫ বছর বয়সী এমবাপ্পে, যিনি এই গ্রীষ্মে প্যারিস সেন্ট-জার্মেই থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন, আমেরিকান বিনিয়োগকারী ওকট্রির কাছ থেকে নরম্যান্ডি পোশাকের ৮০ শতাংশ শেয়ার কিনতে ২০ মিলিয়ন ইউরো (২১.৬ মিলিয়ন ডলার) খরচ করবেন, লে প্যারিসিয়েন পত্রিকার মতে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী মোনাকোতে সাইন করার আগে প্রায় কিশোর বয়সটাই কানের সঙ্গে যুক্ত ছিলেন।
কান গত মরসুমে লিগ টু-তে ষষ্ঠ স্থানে শেষ করেছিল এবং তাদের প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এমবাপ্পের ফ্রান্স সতীর্থ এন’গোলো কাঁতে এবং প্রাক্তন লেস ব্লিউস ডিফেন্ডার উইলিয়াম গালাস।
১৯১৩ সালে প্রতিষ্ঠিত দুই বারের লিগ টু চ্যাম্পিয়নরা ১৭ অগস্ট প্যারিস এফসি-র বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নতুন অভিযান শুরু করে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার