Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলফ্রান্স ফুটবলে শেষ হল একটি যুগের, অবসর ঘোষণা করলেন অ্যান্তোনিও গ্রিজম্যান

ফ্রান্স ফুটবলে শেষ হল একটি যুগের, অবসর ঘোষণা করলেন অ্যান্তোনিও গ্রিজম্যান

অলস্পোর্ট ডেস্ক: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন। তাঁর দেশের জার্সিতে ১০ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। তাঁর সঙ্গেই ফ্রান্স ফুটবলে শেষ হল একটা যুগের। ফ্রান্সের সহ-অধিনায়ক ৩৩ বছরের গ্রিজম্যান, এক্সে তাঁর বিদায়ের কথা জানান। তিনি লিখেছেন, “এটি স্মৃতিতে ভরা হৃদয় নিয়ে আমি আমার জীবনের এই অধ্যায়টি শেষ করছি।” অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড ২০১৪ সালের মার্চ মাসে ফ্রান্স জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন এবং ১৩৭টি ম্যাচ খেলেছেন। শুধুমাত্র তাঁর প্রাক্তন সতীর্থ হুগো লরিস (১৪৫) এবং ১৯৯৮ বিশ্বকাপ বিজয়ী লিলিয়ান থুরাম (১৪২) তাঁর থেকে বেশি ম্যাচ খেলেছেন দেশের হয়ে।

৪৪টি গোল করে ফ্রান্সের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন গ্রিজম্যান, শুধুমাত্র রেকর্ড মার্কসম্যান অলিভিয়ের গিরৌদ, থিয়েরি অঁরি এবং বর্তমান অধিনায়ক কেলিয়ান এমবাপ্পে রয়েছেন তাঁর আগে।

তিনি মস্কোতে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রান্সের ৪-২ জয়ে গোল করেছিলেন, এর আগে তিনি তাঁর দেশকে ইউরো ২০১৬-এর ফাইনালে পৌঁছতে সাহায্য করেছিলেন, একটি টুর্নামেন্টে তিনি ছয় গোল করে সর্বোচ্চ স্কোরার হিসাবে শেষ করেছিলেন।

গ্রিজম্যান ২০২২ বিশ্বকাপ ফাইনালে তাঁদের দৌঁড়ে লেস ব্লেউসের পক্ষেও অসামান্য ছিলেন, যেটি তারা কাতারে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরেছিল।

তাঁর শেষ বড় টুর্নামেন্টটি খুব ভাল যায়নি, কারণ সেমিফাইনালে জায়গা করে নেওয়া সত্ত্বেও তিনি বা তার দল ইউরো ২০২৪-এ তাদের সেরা লক্ষ্যে পৌঁছতে পারেনি। ফ্রান্সের হয়ে গ্রিজম্যানের শেষ উপস্থিতি এই মাসের শুরুতে বেলজিয়ামের মাটিতে উয়েফা নেশন্স লিগ জয়ে। সম্প্রতি একাধিক ফরাসী তারকা ফুটবলার ফুটবল থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হয়ে গেলেন গ্রিজম্যান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments