অলস্পোর্ট ডেস্ক: আফ্রিকান কাপ অফ নেশনস ২০২৫য়ে কোয়ালিফাই করতে পারেনি ঘানা। সেই হতাশা কাটিয়ে উল্লাস ফিরল ঘানাবাসীর মনে, সরাসরি ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে যোগ্যতার্জন করায়। আক্রার মাঠে মহম্মদ কুদুসের গোলে কমোরোজকে ১-০ ফলে হারিয়ে গ্রুপ ১য়ে শীর্ষে থেকে আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেল। ২০০৬ সালে বিশ্বকাপে প্রথমবার যোগ্যতার্জনের পর ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ছাড়া সবকটির মূল পর্বেই উঠেছিল ঘানা। এর আগে ইতিমধ্যে যোগ্যতার্জন করেছে আলজেরিয়া, মিশর, মরক্কো ও টিউনিশিয়া।
আক্রার মাঠে ৪০ হাজার স্বদেশীয় দর্শকের চিৎকার স্বত্ত্বেও প্রথমার্ধে গোলের দরজা সেভাবে খুলতে পারেনি ঘানা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যাওয়াতে ঘানা শিবিরে স্বস্তি ফেরে। ৪৭ মিনিটে কদুস গোল করে নিশ্চিন্ত করেন দেশবাসীকে। কমোরোজের এই জয় ঘানার পক্ষে মধুর প্রতিশোধ বললে ভুল হবে না। ২০২২ সালে আফ্রিকান কাপ অফ নেশনসে তাদের কাছে অপ্রত্যাশিত হার হয়েছিল ঘানার। দু’বছর আগে বিশ্বকাপের কোয়ালিফাইং পর্যায়ে দ্বিতীয় রাউন্ডেও কমোরোজের কাছে হেরেছিল ঘানা।
এবার বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শেষ করেছে ঘানা। বামাকোতে মালির কাছে ১-৪ গোলে হারা স্বত্ত্বেও গ্রুপে মাদাগাসকার দ্বিতীয় স্থানে শেষ করেছে। ঘানার এটা বিশ্বকাপে পঞ্চমবার যোগ্যতার্জন। তাদের সেরা পারফরমেন্স ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। ওই বিশ্বকাপে কোয়ার্টারফাইনালে টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরেছিল ঘানা।
আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ২০২৬ বিশ্বকাপে ৪৮ দলকে খেলানোর ফিফার নেওয়া সিদ্ধান্তে ঘানার যোগ্যতার্জনের সম্ভাবনা বেড়েছিল। তবে গত মরশুমে আফ্রিকান কাপ অফ নেশনস ২০২৫য়ে কোয়ালিফাই করতে না পারায় কোচ অটো আডো দেশবাসীর তীব্র বিক্ষোভের মুখে পড়েছিলেন। তাঁকে সরানোর দাবিতে সোচ্চার হয়েছিল ঘানার মানুষ। তবে তারপরেও আডোর ওপর আস্থা হারাননি ঘানার ফুটবল কর্তারা। তার সুফল মিলল।
ঘানা বিশ্বকাপে কোয়ালিফাই করলেও নাইজেরিয়ার খেলা এখনও ঝুলে আছে। বেনিনের বিরুদ্ধে জিতলেও নাইজেরিয়ার যোগ্যতার্জন নিশ্চিত নয়। রোয়ান্ডার কাছে দক্ষিণ আফ্রিকা হারলে নাইজেরিয়ার কপাল খুলতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





