অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগে সোনার বল জয়ী গ্ৰেগ আলেকজান্ডার জেমস স্টুয়ার্ট যোগ দিলেন মোহনবাগান সুপার জায়ান্টে। দলের জন্য একজন অ্যাটাকিং ভিডিও ও স্ট্রাইকার খুঁজছিলেন স্প্যানিশ কোচ হোসে মলিনা। ভারতের খেলে সাফল্য পাওয়া স্কটল্যান্ডের এই ফুটবলার সেই জায়গা সামলাতে সাহায্য করবে বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট। ভাল পাসার, সবল গেমমেকার এবং স্কোরার হিসেবে ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন তিনি। ভারতের দুই ক্লাবের হয়ে খেলে লিগ শিল্ড জয়ের সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর আগমনে মোহনবাগানের মাঝমাঠ ও আক্রমণ ভাগ শক্তিশালী হবে।
২৯ জুলাই থেকেই অনুশীলন শুরু করে দিচ্ছে মোহনবাগান। ক্লাবের মাঠেই সকালে অনুশীলনে নামবে দল। ততদিনে শহরে চলে আসবেন স্টুয়ার্ট, কোচ মলিনা সহ পুরো সিনিয়র দল। আপাতত স্টুয়ার্টের সঙ্গে ক্লাবের এক বছরের চুক্তি হয়েছে। মোহনবাগানের মতো ক্লাবে যোগ দিতে পেরৈ স্বভাবতই খুশি স্টুয়ার্ট।
তিনি বলেন , “অনেক দিনের স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় খেলার। ভারতের সব ফুটবল স্টেডিয়াম ও পরিবেশ আমার চেনা। ব্যক্তিগত সাফল্যও পেয়েছি। চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবে খেলতে পারার রোমাঞ্চই আলাদা। সেই সুযোগ আমাকে দেওয়ায় আমি ক্লাব ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ। যুবভারতীতে খেলতে গিয়ে দেখেছি মোহনবাগানকে ঘিরে তাদের সমর্থকদের আবেগ। আমার মতে এই ক্লাবের সমর্থকরা ভারতের সেরা। এবার আমার লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টকে আবার চ্যাম্পিয়ন করা।”
আপাতত তিনি কলকাতা ডার্বি খেলতে মুখিয়ে আছেন। বলেছেন, “মোহনবাগানে সিং করার পিছনে আরও একটা কারণ যুবভারতীতে কলকাতা ডার্বি খেলার ইচ্ছা। এশিয়ার অন্যতম সেরা ডার্বি এটি। সেটা খেলার ও জেতার স্বপ্ন আমার অনেকদিনের।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার