সুচরিতা সেন চৌধুরী: বেশিদিন হয়নি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার মধ্যেই খেলে ফেলেছেন ডুরান্ড কাপ সেমিফাইনাল, তবে প্রথম একাদশে জায়গা হয়নি। খেলতে হয়েছে পরিবর্ত হিসেবে। এবার তিনি শুরু থেকেই দলকে সাপোর্ট দিতে চান। তাই খেলতে চান প্রথম একাদশেই। কোচ মোলিনা অবশ্য তার নিশ্চয়তা দেননি। বরং স্টিওয়ার্টের প্রথম একাদশে খেলার কথা শুনে তিনি তাঁর চেনা কথাই আবারও শুনিয়ে দিলেন, ‘‘যে অনুশীলনে প্রমান করবেন সেই প্রথম দলে জায়গা করে নেবেন।’’ তাই হয়তো প্রথম দলে খেলার ইচ্ছে ডুরান্ড ফাইনালে নাও পূর্ণ হতে পারে গ্রেগের। কারণ এখনও দলের সঙ্গে মানিয়ে নিতে আরও কিছুটা সময় তাঁকে দিতে চাইবেন কোচ। সামনে দীর্ঘ আইএসএল মরসুম সঙ্গে এএফসিও রয়েছে।
তবে কোচের মতো মরসুমের প্রথম ট্রফি দেখছেন গ্রেগও। মোহনবাগানের জার্সিতে প্রথম ফাইনাল খেলতে নামার আগে উচ্ছ্বসিত স্কটিশ তারকা। গত মরসুমে খেলেছেন মুম্বই সিটি এফসিতে। সেই সময় খেলেছেন মোহনবাগানের বিরুদ্ধে। তাই হয়তো এই ক্লাবে খেলার অদম্য ইচ্ছেটাই তাঁকে এখানে নিয়ে এসেছে। মাঝমাঠ থেকে অ্যাটাকিং মিডফিল্ডার, বিভিন্ন জায়গায় তাঁকে বিভিন্ন সময়ে কোচেরা খেলিয়েছেন। কিন্তু তাঁর পছন্দের জায়গা ডুরান্ড ফাইনালের আগের দিন সোচ্চারে জানিয়ে গেলেন গ্রেগ স্টিওয়ার্ট।
তিনি বলেন, ‘‘কোচ যেখানে খেলাবে আমি সেখানেই খেলব। এটা ঠিক কোচেরা আমাকে একাধিক ভিন্ন পজিশনে খেলিয়েছেন। কিন্তু যদি আমার পছন্দের কথা জিজ্ঞেস করেন তাহলে আমি স্ট্রাইকারের পিছনে খেলতে পছন্দ করি সব সময়।’’ শুধু কী তাই? এই সুযোগেই মনের ইচ্ছের কথাটাও জানিয়ে দিয়েছেন তিনি। বলছিলেন, ‘‘ডুরান্ড ফাইনালে আমার লক্ষ্য প্রথম একাদশে জায়গা করে নেওয়া এবং দলকে ট্রফি জেতানো। আমি সব সময়ই চাই ম্যাচের শুরু থেকে খেলতে।’’
দলের তিনমূর্তি প্রসঙ্গে এখনই খুব বেশি আত্মবিশ্বাস দেখাতে নারাজ তিনি। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও গ্রেগ স্টিওয়ার্ট জুটি নিয়ে যদিও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে তিনি বলছেন, ‘‘হ্যাঁ, খাতায় কলমে এটা ঠিক যে সব থেকে ভয়ঙ্কর ট্রায়ো। কিন্তু আমরা সেটা মাঠে নেমে প্রমাণ করতে চাই এবং দলকে সাহায্য করতে চাই। কারণ দল সবার আগে।’’
তিনি এও মেনে নিয়েছেন, পুরো একটা নতুন সেটআপ নিয়ে এই মরসুম শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রেগ বলেন, ‘‘আমরা একটা নতুন দল। নতুন কোচ। নতুন স্টাফ। তিন, চার সপ্তাহ হল আমরা একত্রিত হয়েছি। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা। তাদের জন্য আমাদের জিততে হবে।’’ এদিন প্রবল বৃষ্টির মধ্যেই অনুশীলনে নেমেছিলেন তাঁরা। গত দুই ম্যাচে দলের রক্ষণ সমস্যায় ফেলেছে কিছুটা যদিও কোচ বা গ্রেগ, কেউই সেটা মেনে নিলেন না। বরং বলছেন, যা হয়েছে সবই দলগত খেলার ফল।
গ্রেগের মতে, ‘‘আমরা দুই গোল খেয়ে আবার দুই গোল দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম। এবার আশা করছি আমরা দুই গোলে এগিয়ে থাকব। এটা শুধু রক্ষণের বিষয় নয় আমরা দল হিসেবেই জিতি, দল হিসেবেই হারি। আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে।’’
এদিন অনুশীলন করতে দেখা গেল অধিনায়ক শুভাশিস বসুকেও। তিনি সুস্থ আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ। অনুশীলনে উইং প্লে-র উপর জোড় দিলেন কোচ মোলিনা। তাঁর মাথায় রয়েছে, প্রতিপক্ষ নর্থইস্ট বেশিরভাগ আক্রমণই করে উইং দিয়ে। তাদের রক্ষণ যেমন শক্ত, আক্রমণও ততটাই শক্তিশালী। তাই কোনও ফাঁক রাখতে নারাজ কোচ থেকে প্লেয়ার কেউই। গ্রেগ বলছিলেন, ‘‘নর্থইস্ট খুব ভাল দল। ওদের কোচও ভাল। ম্যাচটা কঠিন হতে চলেছে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার