অলস্পোর্ট ডেস্কঃ পুরনো দলে প্রত্যাবর্তন। ৭ বছর পর আবার ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন হরমনজ্যোত খাবরা। একই সঙ্গে দলে এলেন মন্দার রাও দেশাই ও এডউইন ভ্যান্সপল। তিন ফুটবলারকে সই করিয়ে এই মরশুমে শক্তিশালী দলগঠনের দিকে অনেকটা এগিয়ে রইল লাল-হলুদ বাহিনী। কাপ জয়ের জন্য শক্তিশালী দল গড়ে তুলতে হবে তা আন্দাজ করেই এই তিন ফুটবলারকে দলে নিল ইস্টবেঙ্গল ।
৩১ বছরের মন্দার রাও দেশাই এর আগে এফসি গোয়ার হয়ে আইএসএল শিল্ড ও মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল জয়লাভ করেন। লাল-হলুদ বাহিনীতে যোগ দেওয়ার আগে ১০০টি আইএসএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মন্দারের। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর সমর্থকদের উদ্দ্যেশে এই লেফট ব্যাক ফুটবলার বলেছেন, “ ইস্টবেঙ্গলে যোগ দেওয়া মার জন্য দারুন আনন্দের। আমি দলের জন্য নিজের সম্পূর্ণ উজাড় করে দিতে চাই। কোচ কার্লোসের অধীনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।
মিডফিল্ড ও ডিফেন্সে সমানতালে খেলা খাবরা আবার ৭ বছর পর পুরনো দলে ফিরলেন। প্রাক্তন লাল-হলুদের অধিনায়ক এর আগে দুটি ফেডারেশন কাপ, একটি আইএফএ শিল্ড, ইন্ডিয়ান সুপার কাপ ও সাতবার কলকাতা প্রিমিয়ার লিগ জিতেছেন। এছাড়া চেন্নাইয়ান এফসি ও বেঙ্গালুরু এফসির হয়ে দুইবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন খাবরা। ইস্টবেঙ্গল এফসির সঙ্গে চুক্তির পর তিনি বললেন, “ঘরে ফিরতে পেরে দারুন লাগছে। এই ক্লাব আমাকে অনেককিছু দিয়েছে। মাঠে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না। বিশেষ করে ডার্বিতে সমর্থকদের সামনে খেলার জন্য আর তর সইছে না।“
চেন্নাইয়ান এফসিতে খেলা ভ্যান্সপল আবার ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কেরিয়ারের নতুন দিক খুলতে চান। মিডফিল্ডে খেলা এই ফুটবলার এখনও পর্যন্ত ৭১টি আইএসএল ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। লাল-হলুদে যোগ দেওয়ার পর এক বার্তায় তিনি বলেছেন, “কলকাতার ফুটবল ঐতিহ্যের কথা আমরা সবাই জানি। বিশেষ করে ইস্টবেঙ্গলের মত ক্লাবে যোগ দেওয়া আমার কেরিয়ারের জন্য অত্যন্ত ভাল। আমি কোচ কার্লোসের অধীনে খেলার জন্য মুখিয়ে রয়েছি। এছাড়াও আমার পুরনো বন্ধু নন্দ এইবছর ইস্টবেঙ্গলে সই করেছে। ওর সঙ্গে একসাথে খেলতে পারব ভেবেও ভাল লাগছে।“
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার