অলস্পোর্ট ডেস্ক: ইউরোপা লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে দু’টি ম্যাচেই দুর্দান্ত খেলেছিলেন তিনি। ছুঁড়ে দিয়েছিলেন চ্যালেঞ্জ। লা লিগায় তিনি পরিচিত মুখ। কোচ জুয়ান ফেরান্দো তাঁর খেলা দেখে উচ্ছ্বসিত। সেই নামী স্প্যানীশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে এবার খেলবেন সবুজ মেরুন জার্সি পরে। তাঁর সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্ট-এর। গত মরসুমে সাইপ্রাসের নামী ক্লাব ওমোনিয়ার হয়ে খেলেছেন হেক্টর। তবে তাঁর চমকপ্রদ ফুটবলার জীবনের বেশীরভাগ সময়ই কেটেছে লা লিগার বিভিন্ন ক্লাবে খেলে। স্পেনের তিন নামী ক্লাব কার্ডিজ ফুটবল ক্লাব, মায়োরাকা এবং গ্রানাডা এফ সি-তে খেলেছেন সুনামের সঙ্গে। অভিজ্ঞ এই ফুটবলার লা লিগায় প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে প্রায় ২২৫ টিরও বেশি ম্যাচ খেলেছেন।
হেক্টরকে বেছে নেওয়ার অন্যতম কারণ তিনি কার্ল ম্যাকহিউজের মতোই সেন্ট্রাল ডিফেন্স ও ডিফেন্সিভ মিডিও হিসাবে খেলায় সমান দক্ষ। বিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নেওয়ার অসাধারণ দক্ষতা ছাড়াও পাসিং, উঠে গিয়ে গোল করায় দলকে সাহায্য করতে পারেন। ছয় ফুটের বেশি উচ্চতা হওয়ায় উড়ে আসা লং বলে হেড করতে পারেন। আবার সেট পিসে উঁচু বলে হেড করে গোল করার ক্ষমতাও আছে তাঁর। ফলে বিশ্বকাপার, ইউরো কাপার সমৃদ্ধ মোহনবাগান সুপার জায়ান্ট হেক্টরের যোগদানে আরও শক্তিশালী হবে।
মোহনবাগানে যোগ দিয়ে হেক্টর ইউস্তে বলেন,‘‘মোহনবাগান ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। গতবারের ভারত চ্যাম্পিয়ন ক্লাবও। আমি খোঁজ নিয়ে দেখেছি। এই ক্লাবের জনপ্রিয়তা ও সদস্য-সমর্থকদের আবেগ দেশের মধ্যে সেরা। স্পেনের অনেক ফুটবলার ও কোচ এখন ভারতে খেলে সুনাম অর্জন করেছে। সাফল্যও পাচ্ছে। সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামব এবং ভারতের সেরা দলে খেলব এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ক্লাব যাতে আরও সফলতা পায় সেটার জন্য একশো ভাগ দেব।’’
মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘‘হেক্টর একজন অভিজ্ঞ ফুটবলার। স্পেনের প্রথম ডিভিসন ও আন্তর্জাতিক মঞ্চে খেলা সফল ফুটবলার। ওর খেলা আমি দেখেছি। হেক্টরের অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার