অলস্পোর্ট ডেস্ক: রবিবার ওডিশা এফসি-কে হারিয়ে যে ভাবে আইএসএল ফাইনালে খেলার যোগ্যতা ছিনিয়ে নেয় মোহনবাগান এসজি, সোমবার সে ভাবেই এফসি গোয়াকে হারিয়ে খেতাবি লড়াইয়ে কলকাতার দলের মুখোমুখি হওয়ার ছাড়পত্র অর্জন করে নেয় মুম্বই সিটি এফসি। আগামী শনিবার সেই লড়াই, যা হবে মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
কয়েক দিন আগেই এফএসডিএল সিদ্ধান্ত নেয় দুই ফাইনালিস্টের মধ্যে যে দলের অবস্থান লিগ তালিকায় ভাল ছিল, তাদের ঘরের মাঠেই হবে ফাইনাল। মোহনবাগান যেহেতু লিগ তালিকায় এক নম্বেরে ছিল এবং মুম্বই দিই নম্বরে, তাই ফাইনাল কলকাতাতেই হচ্ছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কিক অফ হবে আইএসএলের দশম মরশুমের ফাইনালের।
এ মরশুমে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। লিগ পর্বে প্রথমে মুম্বই সিটি এফসি তাদের হোম ম্যাচ জিতেছিল এবং শেষে মোহনবাগান তাদের হোম ম্যাচ জিতে লিগশিল্ডও জিতে নেয়। সবুজ-মেরুন বাহিনী যেমন মুম্বই সিটি এফসি-র হাত থেকে লিগ শিল্ড ছিনিয়ে নিয়েছে এ বার, ফাইনালে তার বদলা নিয়ে কি মোহনবাগানের হাত থেকে আইএসএল কাপ ছিনিয়ে নিতে পারবে? নাকি শিল্ড ও কাপ দুইই জিতে ক্লাবের ইতিহাসে নয়া নজির গড়বে হাবাস-বাহিনী?
২০২০-২১ মরশুমে এই মুম্বই সিটি এফসি-র কাছে হেরে প্রথমে লিগশিল্ড হাতছাড়া করেছিল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান এবং তার কয়েক দিন পরে সেবারের ফাইনালেও আরব সাগর পাড়ের দলের কাছেই হেরে গিয়ে কাপও হাতছাড়া হয়েছিল তাদের। এ বার মুম্বইকে হারিয়ে ইতিমধ্যেই শিল্ড জিতে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এ বার তাদের হারিয়ে যদি কাপও জিততে পারে তারা, তা হলে এর চেয়ে ভাল বদলা আর কীই বা হতে পারে?
এত গল্প লুকিয়ে আছে যে ফাইনালের আড়ালে, সেই ফাইনাল স্বচক্ষে দেখতে গেলে আপনাকে আজই টিকিটের জন্য ঝাঁপাতে হবে। যে ফাইনালে একাধিক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল, স্টেডিয়ামে গিয়ে সেই ফাইনাল দেখার আনন্দ উপভোগ করতে BookMyShow.com এ ক্লিক করুন এবং টিকিট কেটে নিন। এখনই আপনার টিকিট নিয়ে নিন। না হলে কিন্তু টিকিট শেষ হতে বেশি সময় লাগবে না।
টিকিটের দাম বেশি না, আপনার সাধ্যের মধ্যেই। যা শুরু ১৫০ টাকা থেকে। এ ছাড়াও ২০০ ও ৩০০ টাকার টিকিটও আছে। যদি ভিআইপি প্রিমিয়াম গ্যালারিতে বসে আরাম করে আইএসএল ফাইনালের টাটকা অ্যাকশনের সাক্ষী হতে চান তা হলে আপনাকে টিকিট প্রতি ৫০০ টাকা ব্যয় করতে হবে।
(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার