অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি। বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে পঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এ’-র সেরা দল হিসেবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গিয়েছে তারা। তারা উঠে গেলেও মোহনবাগান সুপার জায়ান্টের ডুরান্ড ভাগ্য কিন্তু এখনও ঝুলে রয়েছে।
যেহেতু একই গ্রুপে রয়েছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দী ক্লাব এবং নিয়ম অনুযায়ী ছ’টি গ্রুপের প্রতিটি থেকে এক নম্বর দলই শেষ আটে পৌঁছবে, তাই এই গ্রুপ থেকে ইস্টবেঙ্গল সেখানে পৌঁছে যাওয়ায় মোহনবাগান পড়ে রয়েছে অনিশ্চয়তার মধ্যে। এখন সবুজ-মেরুন সমর্থকদের প্রশ্ন, তাদের প্রিয় দল কি কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে?
ডুরান্ডের নিয়ম অনুযায়ী, ছ’টি গ্রুপে যারা দ্বিতীয় স্থানে থাকবে, তাদের মধ্যে থেকে সেরা দুই দলও কোয়ার্টার ফাইনালে ওঠার ছাড়পত্র পাবে। মোহনবাগান যেহেতু ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল, তাই তাদের সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, তাদের গোলপার্থক্য যথেষ্ট ভাল, ৬। দ্বিতীয় দলগুলির মধ্যে থেকে দুই সেরা বাছাইয়ের ক্ষেত্রে যা সবচেয়ে জরুরি।
এখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য পাঁচ গ্রুপের দিকে। সেই গ্রুপগুলির দ্বিতীয় সেরা দলগুলির অবস্থা কী দাঁড়াবে, তার ওপর নির্ভর করবে সবুজ-মেরুন বাহিনীর ডুরান্ড কোয়ার্টারে খেলা বা না খেলা। ‘এ’ গ্রুপের খেলা শেষ হয়ে গেলেও বাকি গ্রুপগুলির খেলা এখনও চলছে। ইস্টবেঙ্গল এফসি ছাড়াও এফসি গোয়া, চেন্নাইয়ান এফসি শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী, ডাউনটাউন হিরোজ ও শিলং লাজং এফসি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালের বাকি পাঁচটি জায়গা দখল করার লড়াই এখনও চলছে।
দেখে নেওয়া যাক অন্য গ্রুপগুলিতে কারা এগিয়ে, কারা পিছিয়ে, কারা হতে পারে গ্রুপগুলির প্রথম ও দ্বিতীয়:
গ্রুপ ‘বি’: এই গ্রুপের শীর্ষে আছে গতবারের আইএসএলে লিগশিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। দু’টি ম্যাচের দু’টিতেই জিতে তাদের সংগ্রহে রয়েছে ছয় পয়েন্ট ও গোলপার্থক্য সাত। দ্বিতীয় স্থানে কলকাতার মহমেডান স্পোর্টিং, যাদের যারা একটি ম্যাচ জিতে পেয়েছে তিন পয়েন্ট। বাকি দুই দল ভারতীয় নৌবাহিনী ও জামশেদপুর এফসি-র এখনও পয়েন্টের খাতা খোলা বাকি এবং দুই দলেরই দু’টি করে ম্যাচ বাকি। মুম্বইয়ের খেলা বাকি নৌসেনা দলের সঙ্গে, ১৯ অগাস্ট। এই ম্যাচে জিতলে বা ড্র করলে তারা শেষ আটে উঠে যাবে ও সেনা দল ছিটকে যাবে। মহমেডানের শেষ ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে, ২০ অগাস্ট। শেষ আটে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে দুই দলকেই এই ম্যাচে জিততে হবে। মহমেডান জিতলে অবশ্য জামশেদপুর ছিটকে যাবে। জামশেদপুর তার আগে সেনা দলের মুখোমুখি হবে আজ, বৃহস্পতিবার। এই ম্যাচে জিতলে তারা একধাপ এগিয়ে যাবে কোয়ার্টারের দিকে এবং নৌসেনা দল ছিটকে যাবে। কিন্তু ড্র হলে জামশেদপুরের আশা কমবে। অর্থাৎ এই গ্রুপে প্রথম তিনটি দলেরই ছয় পয়েন্ট নিয়ে শেষ করার সম্ভাবনা রয়েছে।
গ্রুপ ‘সি’: গোকুলাম কেরালা এফসি দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ছ’পয়েন্ট পেয়ে শেষ আটের দিকে অনেকটা এগিয়ে গিয়েছে। বেঙ্গালুরু এফসি, যারা একটি ড্র করে এক পয়েন্ট পেয়েছে এবং কেরালা ব্লাস্টার্স এফসি, একটি ম্যাচ হেরে যাদের এখনও পয়েন্ট শূন্য, তাদের এখনও দু’টি করে ম্যাচ বাকি। ভারতীয় বায়ূসেনা দলের আর একটি ম্যাচ বাকি। একটি হার ও একটি ড্রয়ের ফলে তাদের সংগ্রহে এক পয়েন্ট। শুক্রবার বেঙ্গালুরু ও কেরালার মধ্যে ম্যাচে ইঙ্গিত পাওয়া যেতে পারে এই গ্রুপের অবস্থা কী দাঁড়াবে। বেঙ্গালুরু জিতে গেলে কেরালার বিদায় কার্যত নিশ্চিত হয়ে যাবে। কিন্তু কেরালা জিতলে কিছুটা এগিয়ে যাবে। কারণ, তাদের শেষ ম্যাচ বায়ূসেনা দলের বিরুদ্ধে, ২১ অগাস্ট। বেঙ্গালুরু পরের দুই ম্যাচে যদি কেরালার দুই দলকে হারাতে পারে, তা হলে তারাই গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে যাবে। সেক্ষেত্রে গোকুলাম ছ’পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়ে যাবে। তবে শেষ ম্যাচে গোকুলাম হারলে তাদের গোলপার্থক্য (৩) কমে যাবে।
গ্রুপ ‘ডি’: তিন ম্যাচে সাত পয়েন্ট পেয়ে এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে এফসি গোয়া। নর্থইস্ট ইউনাইটেড দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে দুই নম্বরে রয়েছে। তাদের শেষ ম্যাচ ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে, টানা দু’টি ম্যাচে হেরে ইতিমধ্যেই যাদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। শিলং লাজং এফসি-রও বিদায় নিশ্চিত। ২০ অগাস্ট গ্রুপের শেষ ম্যাচে নর্থইস্ট জিতলে তাদের পয়েন্টও দাঁড়াবে সাত। গোল পার্থক্যে গোয়া (৯) তাদের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু শেষ ম্যাচে নর্থইস্ট যদি ছয় গোলের ব্যবধানে জিততে পারে, তা হলে গ্রুপ সেরা হয়ে তারাই কোয়ার্টার্সে যাবে এবং গোয়ার দল দ্বিতীয় সেরা হিসেবে শেষ আটে জায়গা সুনিশ্চিত করবে। কারণ, অন্য কোনও গ্রুপের দ্বিতীয় সেরাদের সাত পয়েন্ট নিয়ে শেষ করার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে মোহনবাগানের সম্ভাবনা আরও কমে যাবে। সুতরাং, তারা চাইবে, নর্থইস্ট শেষ ম্যাচ ড্র করুক বা হারুক।
গ্রুপ ‘ই’: দুই ম্যাচে ছ’পয়েন্ট পেয়ে চেন্নাইন এফসি এই গ্রুপ থেকে ইতিমধ্যেই শেষ আটে উঠে গিয়েছে। ১৮ অগাস্ট তাদের মুখোমুখি হবে দিল্লি এফসি, যাদের দুই ম্যাচে সংগ্রহ দুই পয়েন্ট। সুতরাং, এই ম্যাচে দিল্লি জিতলেও শেষ আটে উঠতে পারবে না, দ্বিতীয় স্থানেই রয়ে যাবে পাঁচ পয়েন্ট নিয়ে। হায়দরাবাদের সংগ্রহ এক পয়েন্ট। তারাও ত্রিভূবন আর্মির সঙ্গে শেষ ম্যাচ খেলার আগেই টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিয়ে ফেলেছে। ফলে এই গ্রুপ নিয়ে চিন্তায় নেই মোহনবাগান এসজি।
গ্রুপ ‘এফ’: এই গ্রুপে তিনটি দলের সংগ্রহ তিন পয়েন্ট করে। ভারতীয় সেনাবাহিনী দল তাদের প্রথম ম্যাচে জিতেছে। তাদের এখনও বোড়োল্যান্ড (আজ) ও রাজস্থান ইউনাইটেডের (২১) বিরুদ্ধে খেলা বাকি। ওডিশা এফসি দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে দুই নম্বরে রয়েছে। তাদের ম্যাচ বাকি বোড়োল্যান্ডের বিরুদ্ধে। রাজস্থানও দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে। বোড়োল্যান্ডের দুই ম্যাচ বাকি, তারা এখনও কোনও পয়েন্ট পায়নি। ফলে এই গ্রুপ থেকে কে শেষ আটে যাবে ও কে দ্বিতীয় সেরাদের সঙ্গে দৌড়ে টিকে থাকবে, সেটা এখনও বেশ অনিশ্চিত। ওডিশা ১৯ অগাস্ট শেষ ম্যাচে বোড়োল্যান্ডকে হারালে ছ’পয়েন্ট নিয়ে এক নম্বরে চলে যাবে। তবে তার আগে আজ যদি ভারতীয় সেনা দল জিতে যায়, তা হলে তারাই আগে শীর্ষে পৌঁছবে। দুই দলই ছ’পয়েন্ট পেলে সেনা দলই শেষ আটে যাবে। কারণ গ্রুপ লিগে তারা ওডিশাকে হারিয়েছে। সুতরাং এই গ্রুপও মোহনবাগানের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য মোহনবাগান এসজিকে যে ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকতে হবে, সেগুলি হল:
জামশেদপুর এফসি বনাম ভারতীয় নৌসেনা (১৭ অগাস্ট)
বোড়োল্যান্ড বনাম ভারতীয় সেনাবাহিনী (১৭ অগাস্ট)
বেঙ্গালুরু এফসি বনাম কেরালা ব্লাস্টার্স (১৮ অগাস্ট)
দিল্লি এফসি বনাম চেন্নাইন এফসি (১৮ অগাস্ট)
বোড়োল্যান্ড বনাম ওডিশা এফসি (১৯ অগাস্ট)
নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ডাউনটাউন হিরোজ (২০ অগাস্ট)
মহমেডান এসসি বনাম জামশেদপুর এফসি (২০ অগাস্ট)
রাজস্থান ইউনাইটেড বনাম ভারতীয় সেনাবাহিনী (২১ অগাস্ট)
বেঙ্গালুরু এফসি বনাম গোকুলামা কেরালা (২২ অগাস্ট)
হায়দরাবাদ এফসি বনাম ত্রিভূবন আর্মি (২২ অগাস্ট)
(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার