সুচরিতা সেন চৌধুরী: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ ঘিরে যেমন সাজ সাজ রব যুবভারতী ক্রীড়াঙ্গনে তেমনই একগুচ্ছ পরিকল্পনাও তৈরি সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ও আইএফএ-এর। এই ম্যাচের যদিও প্রথম লক্ষ্য কুয়েতকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্যায়ের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেওয়া। তবে এই ম্যাচ অনেকবেশি এখন সুনীল ছেত্রীর। তাই ম্যাচ শেষে তাঁর সম্বর্ধনায় সুনীলকে ঘিরে উৎসবের আবহ তৈরি। একদিন আগে তাই চূড়ান্ত ব্যস্ততা আইএফএ-তে। সচিব অনির্বাণ দত্তর ফোন ঘনঘন বেজে উঠছে। তার ফাকেই জানালেন, ফিফা প্রায় তাঁদের সব আবদারই মেনে নিয়েছে শুধু গল্ফ কার্টে করে মাঠ ঘোরানোর পরিকল্পনাটা বাদ দিতে হয়েছে মাঠের কথা মাথায় রেখে।
আইএফএ-এর উদ্যোগেই স্টেডিয়াম জুড়ে থাকবে সুনীলের মুখোশ। ইতিমধ্যেই তা পৌঁছে গিয়েছে সেখানে। রেপ্লিকা হিসেবে থাকবে টি-শার্ট যা সুনীল ভক্তরা কিনতে পারবেন। এছাড়া ম্যাচ শেষে সুনীল যখন আবার মাঠে ঢুকবেন তখন ড্রোন দিয়ে হবে পুষ্প বৃষ্টি। সুনীলের হাতে তুলে দেওয়া হবে নবাগত এক শিল্পির আঁকা ছবি।
আইএফএ সচিব বলেন, ‘‘আমাদের পাশাপাশি সরকারের তরফ থেকেও তাঁকে সম্বর্ধনা দেওয়া হবে। এছাড়া ইস্টবেঙ্গল একই ইচ্ছে প্রকাশ করে আইএফএফ-এর কাছে আর্জি জানিয়েছিল তা ইতিমধ্যেই ফেডারেশন থেকে সবুজ সঙ্কেত দিয়েছে। মোহনবাগানের অনুরোধও পাঠানো হয়েছে ফেডারেশনের কাছে, আশা করছি এটাও হয়ে যাবে।’’
এই ছবিটি আইএফএ-এর তরফে উপহার হিসেবে দেওয়া হবে সুনীল ছেত্রীকে—
এছাড়া ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের উদ্যোগে স্টেডিয়ামে হাজির থাকবেন টিম সুনীল ছেত্রী। যাঁদের সঙ্গে সুনীল খেলেছেন তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে এই ম্যাচের জন্য। তাঁরা বসবেন ভিআইপি গ্যালারিতে। এবং প্রত্যেকের চেয়ারের পিছনে প্রত্যেকের নাম লেখা থাকবে। যাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁরা হলেন—
মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, দীপঙ্কর রায়, সুভাষ চক্রবর্তী, রহিম নবি, হুসেন মুস্তাফি, অমিত দাস, সৌমিত্র চক্রবর্তী, জুয়েল রাজা, আলভিটো ডি’কুনহা, ষষ্ঠী দুলে, মাধব দাস, শুভাশিস রায়চৌধুরী, অলোক দাস, সুব্রত পাল, শিল্টন পাল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার