Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলইন্টার কন্টিনেন্টাল কাপের পর এবার সন্তোষ ট্রফি আয়োজন করছে হায়দরাবাদ

ইন্টার কন্টিনেন্টাল কাপের পর এবার সন্তোষ ট্রফি আয়োজন করছে হায়দরাবাদ

অলস্পোর্ট ডেস্ক: এবারের সন্তোষ ট্রফি আয়োজন করছে হায়দরাবাদে। কয়েকদিন আগেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছিলেন, এবার সন্তোষ ট্রফির মূল পর্ব আয়োজন করতে চেয়ে আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু কয়েকদিনের মধ্যেই তিনি নিশ্চিত হয়ে যান আবেদন জানালেও এবার সেই সুযোগ হচ্ছে না। এবারের সন্তোষ ট্রফি আয়োজনের দায়িত্ব পেতে চলেছে হায়দরাবাদই। সেই মতো অফিসিয়া‌ল ঘোষণাও হয়ে গেল ফেডারেশনের তরফে। হায়দরাবাদেই হচ্ছে সন্তোষ ট্রফি ২০২৪। শোনা গিয়েছে, এবারের সন্তোষ ট্রফিকে স্পনসর করছে সেখানকার রাজ্য সরকার। তবে তা নিয়ে কোনও অফিসিয়ান বক্তব্য পাওয়া যায়নি।

এবারের মূল পর্বের খেলা শুরু হওয়ার কথা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে। ইতিমধ্যেই বাংলা দলের কোচ করা হয়েছে বাংলার সফল কোচ সঞ্জয় সেনকে। পূজোর পর ট্রায়ালের মাধ্যমে দল বেছে নেবেন বলে জানিয়েছেন তিনি। সন্তোষ ট্রফির ভেন্যু ঘোষণা করার পাশাপাশি গ্রুপও নিশ্চিত করে ফেলেছে ফেডারেশন। বাংলা রয়েছে গ্রুপ-সি-তে। বাংলার সঙ্গে একই গ্রুপে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। ন’টি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে।

গতবারের চ্যাম্পিয়ন দল সার্ভিসেস, রানার্স দল গোয়ার পাশাপাশি আয়োজক রাজ্য হিসেবে তেলেঙ্গানাও সরাসরি সন্তোষ ট্রফির মূল পর্বে খেলবে। ১৯৬৬ সালের পর আবার সন্তোষ ট্রফি আয়োজন করছে হায়দরাবাদ। আইএসএল-এ দল রয়েছে হায়দরাবাদের। গত মরসুমটা যাদের মোটেও ভাল যায়নি স্পনসরের অভাবে। কোনও বিদেশি ছিল না দলে। একঝাঁক দেশীয় ফুটবলারদের নিয়েই লড়াই চালিয়েছিল থাংবোই সিংতোর দল। এই মরসুম শুরুর আগে শেষ মুহূর্তে স্পনসর পেয়েছে দল। ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় তারা। তার আগে সন্তোষ ট্রফি আয়োজন রাজ্যের ফুটবলের জন্য ভাল উদ্যোগ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments