Thursday, March 20, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলমনে হয়েছিল এটা দিমিরই ম্যাচ হতে চলেছে, কেন জানি না, বলেন হোসে...

মনে হয়েছিল এটা দিমিরই ম্যাচ হতে চলেছে, কেন জানি না, বলেন হোসে মোলিনা

অলস্পোর্ট ডেস্ক: রবিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসি-র বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এমন একজনের জয়সূচক গোলে আইএসএল শিল্ড জেতে মোহনবাগান, যিনি গত দু’মাস ধরে কোনও গোলই পাননি। তিনি দিমিত্রিয়স পেট্রাটস। গত দুই মরশুমে যিনি মোহনবাগানকে একঝাঁক গোল এনে দিলেও এ মরশুমে দুটির বেশি গোল করতে পারেননি। তাও দুটি গোলই এসেছিল পেনাল্টি থেকে। 

সেই দিমি-র গোলেই মোহনবাগানের ঘরে এল দ্বিতীয় লিগশিল্ড, যা এক অনন্য নজিরও। ৭৮ মিনিট পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর ৭৮ মিনিটের মাথায় এ দিন পেট্রাটসকে নামান মোহনবাগান কোচ হোসে মোলিনা। সেই সময় তাঁর নাকি মনে হয়েছিল, দিমির গোলেই হয়তো ম্যাচ ও শিল্ড জিততে পারেন তাঁরা। 

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মোলিনা নিজেই সে কথা জানান। তিনি বলেন, “দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই জেমির পাশে দিমিকেও রাখি। কারণ, জানি না কেন আমার মনে হয়েছিল দিমি আজ গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয়, আমি ঠিকই ছিলাম”। 

প্রথম এগারো বাছাই ও পরিবর্ত নামানো প্রসঙ্গে মোলিনা আরও বলেন, “গ্রেগকে আজ শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিই। কারণ, আমি মনে করেছিলাম ও আমাদের আজ সাহায্য করতেপারে, গোল করতে পারে। শেষ দিকে দিমি ও জেসনকেও নামিয়েছিলাম সে জন্যই। ওরা ভাল গোলের গন্ধ পায়”। 

তবে এ দিনের ম্যাচে কোনও বাড়তি চাপ ছিল না বলে সাফ জানিয়ে দেন বাগান-কোচ। বলেন, “আমাদের কোনও বাড়তি চাপ ছিল না। বরং সেরা মুহূর্ত ছিল। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জেতা। এর চেয়ে ভাল মুহূর্ত আর কী হতে পারে? বরং গতকাল গোয়া খুব চাপে ছিল। ওদের ম্যাচটা জিততেই হত। আজ আমাদের সে রকম চাপ ছিল না। টেনিসের ভাষায় আমাদের হাতে তিনটে ম্যাচ পয়েন্ট ছিল। আজ না জিততে পারলে আরও দুটো ম্যাচে সুযোগ ছিল। সে জন্যই কোনও চাপ ছিল না আমাদের”।  

এটিকের জন্য কাপ জয় না মোহনবাগানের জন্য শিল্ডজয়— কোনটা বেশি গুরুত্বপূর্ণ, জানতে চাওয়ায় মোলিনা বলেন, “দুটোই সমান। যদি কেউ প্রশ্ন করেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তা হলে বলব, এটা অনেকটা ওই প্রশ্নটার মতো, কে তোমাকে বেশি ভালবাসে, বাবা না মা? প্রত্যেক খেতাবই খেলোয়াড় কোচেদের কাছে সেরা ও স্মরণীয়। তাই তুলনা করা যায় না। আমাদের লক্ষ্যই তো খেতাব জয়। আর সমর্থকদের জন্য অবশ্যই এটা বিশেষ মুহূর্ত। সব সাফল্যই স্পেশ্যাল। এটা আলাদা করে না বললেও চলে। এই ক্লাবের মতো সমর্থক সত্যিই অনেক ক্লাবে নেই। ওদের জন্যই আমরা প্রেরণা পাই”। 

শিল্ডজয় হয়ে যাওয়ার পরে এখন সামনে লিগের আরও দুটো ম্যাচ, সেই ম্যাচগুলোতে সমান ভাল খেলবে তাঁর দল, জানিয়ে দিলেন মোলিনা। বলেন, “পরের ম্যাচগুলোও আমরা সমান ভাল খেলব। কারণ, আমাদের সেরার জায়গায় থাকতে হবে। কাপ জয়ের প্রস্তুতি হিসেবেও এই দুই ম্যাচ কাজে লাগবে। তার পর সেমিফাইনাল, ফাইনাল আছে। তাই প্রতি ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করব। মুম্বই ম্যাচে তো সেরাটা দিতেই হবে”। 

অন্য দিকে, জয়সূচক গোলের নায়ক পেট্রাটস সাংবাদিকদের বলেন, “যখন মাঠে নামি, তখন সমর্থকদের কাছ থেকে শক্তি পাই। আজও পেয়েছি। গোল করার কথা ভাবিনি। দলকে কী ভাবে জেতাব, সেই কথাই ভাবছিলাম। বেশি ভাবিনি, শুধুই খেলেছি। কখন মাঠে নেমেছি, খেয়াল ছিল না। তবে এটা মাথায় ছিল যে, এক মিনিট পেলেও তাকে কাজে লাগাতে হবে”। 

তাঁর গোলে দল শিল্ড জিতলেও সতীর্থদের সবার সঙ্গে কৃতিত্ব ভাগ করে নিতে চান অস্ট্রেলীয় তারকা। বলেন, “ফুটবলে ওঠা পড়া থাকেই। যেমন জীবনে থাকে। আমি প্রতি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তবে আজকের গোলটার জন্য দলের সবাইকে কৃতিত্ব দিতে চাই। পুরো ৯০ মিনিট ধরে ওরা লড়াই করেছে। সারা মরশুমেই আমরা একসঙ্গে পরিশ্রম করেছি”। 

এই গোলকে তাঁর জীবনের সেরা তিনের মধ্যে রাখতে চান দিমি। এবং এই গোল যাঁদের উৎসর্গ করলেন, তাঁদেরর মধ্যে তাঁর দাদু সিনিয়র পেট্রাটসও রয়েছেন। বলেন, “এই গোলটা অবশ্যই সেরা তিনটের মধ্যে থাকবে। এমন একটা পরিস্থিতিতে গোলটা এল সে জন্য। এই গোলটা সমর্থকদের ও আমার সতীর্থদের উৎসর্গ করতে চাই। এ ছাড়াও আমার পরিবারের সদস্য, বাবা-মা, ভাই, স্ত্রী-সন্তান, আমার দাদু-দিদা। দাদু তো বলেই যেতেন, কেন গোল পাচ্ছ না, চেষ্টা করে যাও। সেটাই করে গিয়েছি। তাই ওঁকেও এই গোলটা উৎসর্গ করতে চাই”। 

দু’মাস পরে গোল করলেন তিনি। এই দু’মাস সম্পর্কে পেট্রাটস বলেন, “গত দু’মাস আমি  কতক্ষণই বা মাঠে থাকার সুযোগ পেয়েছি? হালকা চোটও ছিল। কিন্তু এ তো আমাদের জীবনের অঙ্গ। তবে গত দু’মাসে আমি ব্যর্থ হইনি। কারণ, একমাত্র থেমে যাওয়াটাই ব্যর্থতা। কখনও হাল ছাড়িনি। তারই ফল পেলাম আজ”। 

তাঁর প্রতি কোচের আস্থা ও বিশ্বাস সম্পর্কে তিনি বলেন, “কোচ যদি মনে করে থাকেন, ম্যাচটা আমার হতে চলেছে, তা হলে তা সঠিক প্রমাণ করতে পেরে ভালই লাগছে। সবচেয়ে বড় কথা আমরা খেতাবের জন্য লড়াই করি। তার চেয়ে বড় আর কিছু নেই। সমর্থকদের খুশি হতে দেখাটা আমার কাছে উপভোগ্য। ওদের জন্য আমি সবসময় নিজের সেরাটা দিতে চাই”। 

পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে পেট্রাটস বলেন, “অবশ্যই আমরা কাপের জন্যও লড়ব। প্রতি ম্যাচেই জেতা আমাদের লক্ষ্য থাকে। তবে সে লড়াইয়ের এখনও অনেক দেরি আছে। লিগের আরও দুটো ম্যাচ বাকি। নক আউট বাকি আছে। কাপ জেতার জন্যও নিজেদের সেরা পারফরম্যান্স দেব”। 

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments