অলস্পোর্ট ডেস্কঃ লিওনেল মেসি যে ইন্টার মিয়ামি ক্লাবে যাবেন, তা জানতেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ব্রাজিলের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সেই খবর ফাঁস করেছেন তিনি।
এই সপ্তাহের শুরুতে আর্জেন্টিনীয় তারকা জানিয়ে দেন, বার্সেলোনা নয় তিনি নতুন মরসুমে খেলবেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতে। আগামী সপ্তাহে চিনে জাতীয় দলের জার্সিতে মেসি প্রদর্শনী ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার পরে যোগ দেবেন ইন্টার মায়ামিতে।
ব্রাজিলের এক সংবাদপত্রে বন্ধু মেসির নতুন ঠিকানা নিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেছেন, ‘‘আমি অনেক আগেই মেসির এমএলএস-য়ে খেলার কথা জানতাম। আমার ধারণা, ও খুব ভাল থাকবে মায়ামিতে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘মেসি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ওর সঙ্গে ফুটবল খেলাটা জীবনের সেরা পুরস্কার।’’ মেসি প্রসঙ্গে নেমার আরও বলেন, ‘‘কথাপ্রসঙ্গে লিও আমাকে মিয়ামিতে খেলার বিষয়ে বলেছিল। সেটা নিয়ে আমাদের মধ্যে প্রচুর কথা হয়েছিল।’’ প্রসঙ্গত ইন্টার মিয়ামিতে সই করার পর জুলাই মাসেই এই দলের হয়ে মাঠে নামবেন মেসি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার