Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলদল ঘুরে দাঁড়াবে বিশ্বাস ছিল, বলছেন চেরনিশভ

দল ঘুরে দাঁড়াবে বিশ্বাস ছিল, বলছেন চেরনিশভ

অলস্পোর্ট ডেস্ক: বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে কষ্টার্জিত জয় তাঁর দলের খেলোয়াড়দের নিজেদের ওপর আস্থা রাখারই ফল, মনে করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রেই চেরনিশভ।

শনিবার বেঙ্গালুরুতে ম্যাচের শেষ দিকে এক দুর্দান্ত ফ্রি-কিকে গোল দিয়ে ক্লাবের ১১ ম্যাচে ব্যর্থতার ধারাবাহিকতার অবসান ঘটান উজবেকিস্তানের মিডফিল্ডার মির্জালল কাসিমভ। এই গোলেই লিগে মহমেডানের দ্বিতীয় জয় নিশ্চিত হয়। এই অপ্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ জয়ে কলকাতার ঐতিহ্যবাহী দলটি পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থান থেকে উঠেও আসে।

বেঙ্গালুরু এফসি বলের দখল বজায় রেখে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও মহমেডান স্পোর্টিং ক্লাব সেট-পিস থেকে তাদের সুযোগ কাজে লাগিয়ে নেয়। কাসিমভের নিখুঁত ফ্রি-কিক বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। অন্য দিকে, মহামেডানের গোলকিপার পদম ছেত্রী এ দিন অসাধারণ পারফরম্যান্স দেখান। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে টানা তৃতীয় বার গোল অক্ষত রাখেন তিনি।

তাদের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভ তাঁর দলের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং পরিকল্পনা কার্যকর করতে পারার জন্য দলের ফুটবলারদের প্রশংসাও করেন। ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আমাদের খেলোয়াড়দের বুঝিয়েছিলাম কী করতে হবে, এবং তারা আজকের ম্যাচে যেভাবে খেলেছে, যেভাবে পরিশ্রম করেছে, তাতে আমি খুব খুশি। ওরা বিশ্বাস করেছিল, আমিও বিশ্বাস করেছিলাম যে আমরা পরিস্থিতি একদিন বদলাতে পারব।

দীর্ঘ পাঁচ ম্যাচ গোলহীন থাকার পর এতদিনে গোল পেল তারা। এই প্রসঙ্গে কোচ বলেন, “আমরা গোল করতে শুরু করেছি, জয় পেতে শুরু করেছি। কারণ, আমি জানি এই খেলোয়াড়রা খুবই ভাল এবং তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। আমার স্টাফদেরও ধন্যবাদ, যারা বেঞ্চ থেকে আমাকে অনেক সাহায্য করেছে; এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমরা সত্যিই খুশি”।

এই জয়ের ফলে মহমেডান এসসি টানা তিন ম্যাচে অপরাজিত রয়েছে এবং টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছে। চলতি লিগের অন্যতম সেরা দল ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এ বার দ্বিতীয় স্থানে থাকা সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মাঠে নেমে জিতল তারা। তিনটি দল চলতি লিগে সব মিলিয়ে ৮৭টি গোল করেছে। এই তিন দলের বিরুদ্ধে গোল অক্ষত রাখা যথেষ্ট কৃতিত্বের।

বছরের শুরু থেকে পারফরম্যান্সে এই উন্নতি প্রসঙ্গে চেরনিশভ বলেন, “আমাদের অনেক খেলোয়াড় আইএসএল অভিজ্ঞতা ছাড়াই এই লিগে খেলছে এবং আমাদের সময়ের প্রয়োজন ছিল। আমি সবাইকে বলেছিলাম, আমাদের সময় দিতে হবে। এখন আমরা শারীরিকভাবে ভাল অবস্থায় আসতে শুরু করেছি। এখন আমরা দলের মধ্যে একে অপরকে ভালভাবে বুঝতে শুরু করেছি এবং খেলোয়াড়রা এখন জানে মাঠে নেমে তাদের কী করতে হবে। ১৫ দিনে একটা দল তৈরি করা যায় না এবং রাতারাতি ভাল খেলতে পারাও যায় না। তবে ধীরে ধীরে আমরা উন্নতি করছি। আমাদের এ ভাবেই এগিয়ে যেতে হবে”।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments