Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলঅবনমন নিয়ে ক্লাবগুলোর দাবি মেনে নিল আইএফএ গভর্নিং বডি  

অবনমন নিয়ে ক্লাবগুলোর দাবি মেনে নিল আইএফএ গভর্নিং বডি  

অলস্পোর্ট ডেস্কঃ কলকাতা প্রিমিয়ার লিগের জন্য প্রথম ডিভিশন থেকে কতগুলি দল প্রিমিয়ার ডিভিশন লিগে উঠবে আর কতগুলি দল দ্বিতীয় ডিভিশনে যাবে সেই নিয়েই বৈঠক হয়। তবে বৈঠকের সমাধান না হওয়ায় বল আগেই গভর্নিং বডির কোর্টে ঠেলে দেন আইএফএ কর্তারা। রবিবার ফের বৈঠক বসে আইএফএ। সেখানেই বৈঠকেই ক্লাবগুলিকে গভর্নিং বডি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হল। প্রথম ডিভিশনের ক্লাবগুলির দাবি মেনে নিল গভর্নিং বডি। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিনিধিরা এবং আরও অন্যান্য সকলে।

প্রথম ডিভিশন থেকে চারটে ক্লাবের প্রোমোশন হবে। অবনমন হবে দুটো ক্লাবের। প্রিমিয়ার ‘বি’-র ১০টি ক্লাবকে রাতারাতি প্রিমিয়ার ‘এ’-র সঙ্গে মিশিয়ে দেওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছিল প্রথম ডিভিশন ক্লাবগুলোর অন্দরে। ২৪টি ক্লাবের মধ্যে সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং, মদন মিত্রর বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব, স্বরূপ বিশ্বাসের সুরুচি সংঘ, স্বপন বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের মতো ক্লাব রয়েছে সেখানে।

তারা দাবি তোলেন প্রথম ডিভিশন থেকে ছয়টি দল প্রিমিয়ারে আসুক। আর দুটি দলের অবনমন হোক। কিন্তু তাদের এই দাবির পাল্টা প্রস্তাব রাখেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত। তাদের দাবি প্রথম ডিভিশন থেকে চারটি দল প্রিমিয়ারে উঠুক এবং চারটি দলের অবনমন হোক। কিন্তু ক্লাবগুলি চাইছে না চারটি দলের অবনমন হোক। আর এতেই সমস্যা আরও বেড়ে যায়। 

এদিনের বৈঠকের শেষে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কটি ক্লাব প্রিমিয়ার ডিভিশনে যাবে আর কটি ক্লাব অবনমন করবে তা । প্রথম ক্লাবের সদস্যরা একটা প্রস্তাব রাখে। গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে প্রথম ডিভিশন ক্লাব যা প্রস্তাব রেখেছে তা মেনে নেওয়া হয়েছে।’ অন্যদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘কতগুলি ক্লাব প্রিমিয়ার ডিভিশনে যাবে আর কটি ক্লাব অবনমন করবে তা সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি। ফলে আর কোনও সমস্যা রইল না।’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments