Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলকলকাতা বইমেলা ২০২৫-এ আইএফএ-র স্টলের সঙ্গে মিলে মিশে গেল বইপ্রেমী আর ফুটবলপ্রেমী...

কলকাতা বইমেলা ২০২৫-এ আইএফএ-র স্টলের সঙ্গে মিলে মিশে গেল বইপ্রেমী আর ফুটবলপ্রেমী বাঙালি

সুচরিতা সেন চৌধুরী: কলকাতা বইমেলা শুরু হয়ে গিয়েছে হই হই করে। বই পাগল বাঙালিরও আগ্রহের অন্ত নেই। প্রথম দিন থেকেই স্টলে স্টলে বই কেনার হিরিক চোখে পড়ার মতো তো ছিলই। সঙ্গে মানুষকে ওই মাঠ চত্তরে আটকে রাখার জন্য রয়েছে হরেক উপাদান। কোথাও বসেছে গানের আসর, তো কোথাও কুইজ প্রতিযোগিতা। সঙ্গে নানা খাবারের পসরা তো রয়েছেই। বাঙালির কাছে কলকাতা বইমেলা আরও একটা উৎসব। উৎসবমুখী বাঙালির তালিকায় দূর্গাপুজো যেমন রয়েছে, তেমনই রয়েছে বেড়ানো, সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। তবে এই সব কিছুর সঙ্গে আরও একটা জিনিস বাঙালিকে একসঙ্গে বেঁধে রেখেছে আর সেটা হল ফুটবল। নিশ্চই ভাবছেন, বইমেলার সঙ্গে ফুটবলের কী সম্পর্ক?

এতদিন সত্যিই ছিল না তেমনভাবে সরাসরি কিছু। তবে এবার আইএফএ-এর নতুন সচিব অনির্বাণ দত্তের নেতৃত্বে সেই সম্পর্কও তৈরি হয়ে গেল। প্রথমবারের মতো কলকাতা বইমেলায় হল আইএফএ-এর স্টল। ফুটবল যে শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ নয় সেটাই এই স্টলে এলে দেখা যাবে। এই ফুটবলকে ঘিরে বাঙালির যে আবেগ তা যেন প্রতিদিন জমাাট বাধছে আইএফএ-এর স্টলের সামনে। কেউ খুঁজছে ফুটবলের বই, তো কেউ একবার ছুঁয়ে দেখছেন সদ্য বাংলার জিতে আসা সন্তোষ ট্রফি, কেউ আবার কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে জিতে নিচ্ছেন পুরস্কার।

কী আছে সেই পুরস্কারে? তা কুইজে অংশ নিয়ে সঠিক উত্তর দিতে পারলেই হাতে পেয়ে যাবেন। বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার স্টলে গেলে প্রতিদিনই দেখা হয়ে যাবে কোনও না কোনও বিখ্যাত ফুটবলারের সঙ্গে। কে নেই সেই তালিকায়। ব্যারেটো থেকে দীপেন্দু বিশ্বাস, বিদেশ বসু থেকে প্রীতম কোটালের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্যও ভিড়ে উপচে পড়ছে স্টলের বাইরে। কেউ পাচ্ছেন সুনীল ছেত্রীর মুখ দেওয়া জার্সি, কেউ পাচ্ছেন কোনও সেলিব্রিটি ফুটবলারের সই করা বল, আবার ভাগ্য সুপ্রসন্ন থাকলে হাতে-নাতে পেয়ে যেতে পারেন মাঠে বসে আইএসএল-এর ম্যাচ দেখার টিকিটও।

রবিবার আইএফএ-এর স্টলে গিয়ে দেখা গেল উৎসাহী ফুটবলপ্রেমীদের ভিড় জমতে শুরু করেছে মেলা খোলার পর থেকেই। শব্দ নিয় মজার খেলা ‘শব্দবাজি’তে জমিয়ে দিলেন আরজে রয়। এখানেই শেষ নয়, কুইজ কম্পিটিশনে মানুষের আগ্রহ ছিল দেখার মতো। এই নতুন প্রজন্মের ফুটবলপ্রেমী থেকে তাঁদের বাবা-কাকাদের সময়ের ফুটবল পাগলরাও হাজির কুইজে। ইতিহাস থেকে বর্তমান, দেশ থেকে বিদেশ, সব প্রশ্নের উত্তর যেন পকেটে রয়েছে তাদের। এক কথায় ফুটবলে বাঁচা মানুষগুলো বইমেলার মাঠে খুঁজে পেয়েছেন নিজেদের সত্ত্বাকে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছিলেন, “এই প্রথম বইমেলায় আইএফএ-এর স্টল হল। মানুষ ফুটবলের বইয়ের জন্য স্টলে স্টলে না ঘুরে এক জায়গায় সব পেয়ে যাচ্ছে, এটাতেও তাদের অনেক সুবিধে হয়েছে। অনেকেই এসে বিভিন্ন ধরণের বইয়ের খোঁজ করছে এবং আমরা সেটা তাদের দিতেও পারছি। মানুষ আইএফএ সম্পর্কে জানতে পারছে, সেটাও একটা বড় কথা।”

আর একটা শুভ উদ্যোগের শুরু হয়ে গেল ২০২৫ বইমেলা থেকে যেখানে মিলে মিশে একাকার হয়ে গেল বইপ্রেমী আর ফুটবলপ্রেমী বাঙালি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments