Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলইগর স্টিমাচ বড় শাস্তি পাচ্ছেন না, কুয়েত ম্যাচেই ফিরবেন বেঞ্চে

ইগর স্টিমাচ বড় শাস্তি পাচ্ছেন না, কুয়েত ম্যাচেই ফিরবেন বেঞ্চে

অলস্পোর্ট ডেস্কঃ বড় শাস্তি পাচ্ছেন না ইগর স্টিমাচ । চলতি সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন ভারতের প্রাধান কোচ ইগর স্টিমাচ। এর ফলে তাঁকে এক ম্যাচ মাঠের বাইরে বসতে হবে। পরের ম্যাচ থেকেই আবারা মাঠে ফিরতে চলেছেন ইগর স্টিমাচ। ভারতের প্রধান কোচ ইগর স্টিমাচের জন্য কোনও বাড়তি শাস্তি হবে না। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক এই কথা জানিয়ে দিয়েছেন।

বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্টিমাচের লাল কার্ডের অর্থ হল শনিবার নেপালের বিরুদ্ধে ভারতের পরের ম্যাচে তিনি বেঞ্চে থাকতে পারবেন না। অর্থাৎ স্টিমাচ ২৭ জুন কুয়েতের বিরুদ্ধে মাঠে ফিরবেন বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ।

হক বলেছেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচের রেফারি চেত্রি প্রজওল এবং ম্যাচ কমিশনার দরজি মিন্দুর রিপোর্ট সাফ ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির কাছে পাঠানো হয়নি, কারণ তাদের রিপোর্টের মধ্যে এমন কিছু ছিল না যা পরবর্তী পদক্ষেপের প্রয়োজন ছিল। এর আগে বুধবার, সাফ চ্যাম্পিয়নশিপের একজন ম্যাচ কর্মকর্তা বলেছিলেন যেহেতু একটি ‘শারীরিক দ্বন্দ্ব’ ছিল এবং স্টিমাচ বলটি ‘ছিনিয়ে নিয়েছিলেন’ তাই অতিরিক্ত নিষেধাজ্ঞা থাকতে পারে। ভারত-পাকিস্তান খেলাটি পরিচালনাকারী দলের অংশ ছিলেন না সেই কর্তা। সেই কর্তা বলেছিলেন যে মিন্ডুর প্রতিবেদনের সঙ্গে ঘটনার একটি ভিডিয়ো ক্লিপ সংযুক্ত করা হয়েছিল। সেই কর্তা নিজের নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন এবং তাঁর নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। এর কারণ হল তিনি মিডিয়ার সঙ্গে কথা বলার জন্য অনুমোদিত নন।

আসলে ম্যাচের প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে একটি থ্রোকে কেন্দ্র করে বচসা শুরু হয়েছিল। ম্যাচের ৪৫ মিনিটে একটি থ্রো পেয়েছিল পাকিস্তান। সেই থ্রোটি ছিল ভারতীয় ডাগআউটের দিকে। সামনেই দাঁড়িয়েছিলেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। যখন পাকিস্তানের ফুটবলার বলটি নিয়ে থ্রো করতে যাচ্ছিলেন তখনই দৌড়ে আসেন স্টিমাচ। তিনি সঙ্গে সঙ্গে পাক ফুটবলারকে বাধা দেন এবং বলটি কেড়ে নেন। এরপরেই মেজাজ হারান পাক ফুটবলার।

সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে ভারতীয় কোচের দিকে এগিয়ে যান। সেই সময়ে পাকিস্তানের আরও ফুটবলাররাও চলে এসেছেন। পাকিস্তান ডাগ আউট থেকেও তাদের কোচ সাপোর্ট স্টাফরা দৌড়ে এসেছেন। সকলে মিলে স্টিমাচকে ঘিরে ধরেন। সেই সময়ে ভারতীয় টিমও স্টিমাচের পাশে দাঁড়ায়। শুরু হয় ঝামেলা। মাঠে সেই সময়ে খেলা বন্ধ করতে বাধ্য হন রেফারি। এই সময়ে রেফারিও দুই দলের ফুটবলারদের শান্ত হতে বলেন। তবে তখন থ্রোকে কেন্দ্র করে পাকিস্তান শিবির ও ভারতীয় শিবিরের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। এরপরে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। সকলে শান্ত হতে রেফারিরা আলোচনা করে স্টিমাচকে শেষ পর্যন্ত লাল কার্ড দেখান। ম্যাচের প্রথমার্ধের আগেই মাঠ ছাড়েন স্টিমাচ। তবে রেফারিরা সেই থ্রো পাকিস্তানের পক্ষেই দেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments