অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের কোচের পদে কে বসবেন তা নিয়ে ঠিল নানা জল্পনা। কিন্তু সব জল্পনাকে ভুল প্রমাণ করে দলের হেড কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মানোলো মার্কেজের। যিনি আপাতত এফসি গোয়ারও হেড কোচ। এর সঙ্গে জাতীয় ফুটবল দলের কোচ হিসেবেও তিনিই কাজ চালাবেন। সব মিলে জল্পনা তৈরি হয়েছে সমালোচনায়। ফেডারেশনের কোচ নির্বাচন নিয়ে টেকনিক্যাল কমিটি থেকে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। এক কথায় বিতর্কের মধ্য দিয়েই চলছে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাজ। ে
বিতর্কের শুরু অবশ্য প্রাক্তন হেড কোচ ইগর স্টিমাচের বিদায়ের সঙ্গেই। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব থেকে ছিটকে যাওয়ার পর ইগর স্টিমাচকে অপসারিত করে এআইএফএফ। চুক্তির মাঝখানে এই অপসারণ তিনি মেনে নিতে পারেননি। অপসারণের কয়েকদিন পরই অনলাইন সাংবাদিক সম্মেলনে ফেডারেশনকে তুলোধনা করেন স্টিমাচ। এবং তাঁর প্রাপ্য যে ফিফার দ্বারস্থ হবেন তাও জানিয়ে দেন। তার পর অনেকটাই সময় কেটে গিয়েছে। দুই পক্ষের মধ্য কী বোঝাপড়া হয়েছে তা নিয়ে আর নতুন করে কেউ ভাবতে নারাজ বরং সবার নজর ছিল ভারতীয় দলের কোচের দিকেই।
তবে মানোলোর নাম ঘোষণা হওয়ার পরও বিতর্ক থামেনি। বরং নতুন বিতর্ক দানা বেঁধেছে। তাঁর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মানোলোকে শুভেচ্ছা জানিয়েছেন ইগর স্টিমাচ। শুধু শুভেচ্ছা জানিয়েছেন তা নয়, পাশাপাশি তাঁকে সাবধান করেছেন এই বলে যে কাজটা সহজ নয়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘ডিয়ার মানোলো, ভারতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ার জন্য শুভেচ্ছা। এই যাত্রা একদমই সহজ হবে না। কিন্তু আপনার ভারতীয় প্লেয়ারদের নিয়ে অভিজ্ঞতা অনেকটাই কথা বলবে, এবং আপনিই সেরা ব্লু টাইগারদের পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য। শুভেচ্ছা বন্ধু।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার