অলস্পোর্ট ডেস্ক: ভারত আর ভারতীয় ফুটবলকে যেন কিছুতেই ভুলতে পারছেন না প্রাক্তন ভারতীয় ফুটবল সিনিয়র দলের কোচ ইগর স্টিমাচ। ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পরই স্টিমাচের বিদায় হয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু তিনি এই দায়িত্ব ছাড়তে চাননি। যদিও হেরে গেলে নিজেই দায়িত্ব ছাড়বেন বলেছিলেন কিন্তু সেটা তিনি না করায় ফেডারেশনই তাঁকে বিদায় জানিয়ে দেয়। যা তিনি মেনে নিতে পারেননি। ফেডারেশনের বিরুদ্ধে চুক্তিগত দিক থেকে একাধিক বিষয়ে অভিযোগ আনেন তিনি। বিরাট অঙ্কের টাকাও চান। শেষ পর্যন্ত কোথায় তিনি থেমেছেন, বা আদৌ থেমেছেন কিনা সেটা নিশ্চিত না হলেও ভারতীয় ফুটবলের সব খবরেই এখনও তিনি নজর রেখে চলেছেন।
তাঁর পরবর্তী সময়ে মানোলো মার্কেজকে কোচ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। যে সিদ্ধান্তও বিতর্কের ঊর্ধ্বে ছিল না। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পদ ছাড়েন প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। সেই সময় মানোলোকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁকে সাবধানও করেছিলেন তিনি। এবার আবারও মানোলোকে উদ্দেশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ইগর স্টিমাচ।
মঙ্গলবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল কাপ। তার আগে এক্স হ্যান্ডলে পোস্ট করে মানোলোকে শুভেচ্ছা জানালেন স্টিমাচ। সেখানে তিনি লেখেন, ‘‘আজ রাতের জন্য মানোলো এবং ব্লু টাইগারদের শুভকামনা জানাই। আমি জানি প্রস্তুতির সময় খুব কমই ছিল কিন্তু ছেলেদের মাঠে ফিরতে দেখে আমি উত্তেজিত এবং আমি নিশ্চিত মানোলো তাদের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে প্রতিপক্ষকে ভালোভাবে বুঝে নিয়েছেন।’’
এর সঙ্গে তিনি লেখেন, ‘‘আমাদের দেশকে গর্বিত কর, জয় হিন্দ।’’ তিনি পদ ছাড়ার সময় বলেছিলেন, তিনি এই দেশকে তাঁর দ্বিতীয় বাড়ি বলেন। নিজের দেশ মনে করেন। মানোলো কোচ হওয়ার পর তিনি লিখেছিলেন, ‘‘ডিয়ার মানোলো, ভারতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ার জন্য শুভেচ্ছা। এই যাত্রা একদমই সহজ হবে না। কিন্তু আপনার ভারতীয় প্লেয়ারদের নিয়ে অভিজ্ঞতা অনেকটাই কথা বলবে, এবং আপনিই সেরা ব্লু টাইগারদের পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য। শুভেচ্ছা বন্ধু।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার