Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলসাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর শুরু সুনীলের হ্যাটট্রিকে পাক বধ দিয়ে

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর শুরু সুনীলের হ্যাটট্রিকে পাক বধ দিয়ে

অলস্পোর্ট ডেস্ক: ব্যবধানটা মাত্র চার দিনের। ঠিক চার দিন আগেই ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননকে হারিয়ে চ্যাম্পিয়‌ন হয়েছে ভারত। সেখান থেকেই বেঙ্গালুরু উড়ে গিয়ে দল। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর প্রথম ম্যাচে প্রস্তুতিহীন পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে দিল টুর্নামেন্টের সফলতম দল। ম্যাচ শুরুর মাত্র ছ’ঘণ্টা আগেই শহরে পৌঁছেছিল পাকিস্তান দল। ভিসা সমস্যায় আটকে থাকতে হয়েছিল তাদের। তারা যে নিজেদের সেরাটা দিতে পারবে না সেটা স্বাভাবিকই ছিল। কিন্তু দুর্বল দল হলেও যখন প্রতিপক্ষ পাকিস্তান তখন ম্যাচের উত্তাপ কী মাত্রায় পৌঁছতে পারে তা মাঠে খেলা ২২ জনের পক্ষেই বোঝা সম্ভব।

তার উপর ভারতের জন্য সব থেকে স্বস্তির দিক, ইন্টারকন্টিনেন্টাল কাপের ধারাবাহিকতা ধরে নিজেকে আরও কয়েকধাপ উপরে নিয়ে গেলেন স্বয়ং অধিনায়ক সুনীল ছেত্রী। একাই করলেন তিন গোল। তার মধ্যে একটি এল পেনাল্টি থেকে। অন্য গোল উদান্ত সিংয়ের।

ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই গোলের খাতা খুলে ফেলে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ভারতের হয়ে প্রথম গোল করেন অধিনায়কই। ঠিক তার পাঁচ মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় ভারত। বক্সের মধ্যে হ্যান্ডবল করে ভারতকে পেনাল্টি পাইয়ে দেন পাক ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল  করতে ভুল করেননি সেই সুনীল ছেত্রীই। ১৫ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। পাকিস্তানের খেলায় কোনও ঝাঁঝই ছিল না। এক তো দীর্ঘ যাত্রার ক্লান্তি সঙ্গে প্রস্তুতি ছাড়াই খেলতে নেমে পড়া— সব প্রভাবই স্পষ্ট ছিল পাকিস্তানের খেলায়।

প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলেই। দ্বিতীয়ার্ধে কিছুটা ডিফেন্স করতে দেখা যায় পাকিস্তানকে। কিন্তু শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি। ৭৩ মিনিটে আবারও পেনাল্টি পেয়ে যায় ভারত। এবার সুনীল ছেত্রীকে ফাউল করার খেসারত দিতে হয়। আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন না সুনীল। ৩-০ করার সঙ্গে সঙ্গে নিজের হ্যাটট্রিকও সম্পূর্ণ করে ফেলেন তিনি। তার ঠিক পাঁচ মিনিটেই শেষ গোলটি করে ভারতের হয়ে ৪-০ করে দেন উদান্ত সিং।

এই তো ছিল ম্যাচের গল্প। কিন্তু তার মধ্যেই ঘটনাবহুল হয়ে উঠল কোচ ইগর স্টিমাচের লাল কার্ড দেখা। বিরতির ঠিক আগেই মাঠের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দেশের ফুটবলাররা। সেই সময় মাঠের মধ্যে ঢুকে পড়েন ভারত কোচ। যার ফলে তাঁকে লাল কার্ড দেখতে হয়। এদিন ম্যাচ চলে অনেকটাই বৃষ্টির মধ্যে।  তবে কোনও কিছুর জন্যই ভারতের জয় আটকায়নি। ভারতের পরের প্রতিপক্ষ নেপাল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments