Thursday, December 5, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলগুরপ্রীতের ভুলে গোল হজম, ফিফা ফ্রেন্ডলিতে ড্র ম্যাচেই সন্তুষ্ট থাকতে হল মানোলোকে

গুরপ্রীতের ভুলে গোল হজম, ফিফা ফ্রেন্ডলিতে ড্র ম্যাচেই সন্তুষ্ট থাকতে হল মানোলোকে

অলস্পোর্ট ডেস্ক: একটা খারাপ গোল হজম দলের আত্মবিশ্বাসকে বড় ধাক্কা দেওয়ার জন্য যথেষ্ট। খারাপ আর ভুল সিদ্ধান্তের জন্য গোল হজমের একাধিক উদাহরণ রয়েছে ভারতীয় ফুটবল দলের এক নম্বর গোলরক্ষক গুরপ্রীত সিংয়ের। এদিনও সেই নজির রাখলেন ম্যাচের শুরুতেই। তার পর প্রথমার্ধেই ভারত সমতায় ফিরল ঠিকই কিন্তু এই গোল হজম গোচ মানোলোকে চিন্তায় রাখবে তা নিয়ে কোনও সংশয় নেই। যখন দলে বিশাল কাইথের মতো এই মুহূর্তে ভারতের সেরা গোলরক্ষক দলে রয়েছেন তখন এমন ভুলের কোনও জায়গা নেই। তবে পরবর্তীতে বেশ কিছু ভাল সেভও দিলেন কিন্তু জয়ের মুখ দেখা হল না ভারতের। ১-১ গোলেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।

এই ম্যাচে ইরফানের অভিষেকের পাশাপাশি ১০ মাস পর দলে ফিরলেন সন্দেশ ঝিঙ্গান। পরিবর্ত হিসেবে নামা জিথিনেরও এদিন ভারতীয় দলে অভিষেক হয়ে গেল। সোমবার হায়দরাবাদে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-মালয়েশিয়া। শুরু থেকেই ম্যাচের দখল নিজেদের কাছেই রেখেছিল ভারত। শুরুতে থেকেই ছিল আক্রমণাত্মক যা বেশ কিছু সুযোগও তৈরি করেছিল কিন্তু তা গোলে রূপান্তরিত করতে পারেননি ছাংত, আপুইয়া, ইরফানরা। যখন ম্যাচ ভারতের দখলে তখনই অঘটনটা ঘটিয়ে ফেললেন গুরপ্রীত।

ম্যাচে বয়স তখন ১৯ মিনিট। মাঝ মাঠ থেকে উঠে আসা একটা নিরিহ বলের জন্য তিনি কেন গোল ছেড়ে শুধু নয়, বক্স ছেড়ে অতটা বেরিয়ে গেলেন তা নিয়ে হয়তো কাটাছেড়া হবে পরবর্তী সময়ে কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়েই গোলের মুখ খুলে ফেলল মালয়েশিয়া। গুরপ্রীত অতটা বেরিয়ে আসায় গোল মুখ একদম খালি হয়ে গিয়েছিল। সেই সুযোগেই ভারতীয় গোলকিপারের মাথার উপর দিয়ে উড়ে আসা বল ধরে সবাইকে পিছনে ফেলে ভারতের ফাঁকা গোলে বল রাখেন পাওলো জোসু। এত সহজ গোল মনে হয় এর আগে তিনি করেননি।

তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মালয়েশিয়া। ৩৯ মিনিটে ব্রেন্ডন ফার্নান্ডেজের কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে থেকেই হেড করে প্রতিপক্ষের জালে জড়ান রাহুল ভেকে। সমতায় ফিরে কিছুটা স্বস্তি আসে ভারতীয় শিবিরে। কারণ এই বছর এখনও জয়ের মুখ দেখেনি ভারতীয় ফুটবল দল সঙ্গে জয়ের স্বাদ পাননি দলের নবাগত কোচ মানোলো মার্কেজও। শেষের দিকে বেশ কয়েকটি ভাল সেভ করে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেন দলের সিনিয়র গোলকিপার। ম্যাচ ১-১ গোলেই শেষ হয়।

ভারতীয় ফুটবল দল: গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে (ভালপুঁইয়া), ঐনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্গান, সুরেশ সিং (ভিবিন মোহনান), ব্রেন্ন ফার্নান্ডজ (লিস্টন কোলাসো), রোশন সিং, ইরফান ইয়াদওয়াদ (এডমন্ড লালরিনডিকা), লালিয়ানজুয়ালা ছাংতে (মনবীর সিং), লালেংমাউইয়া রালতে, ফারুখ চৌধরী (জিথিন এমএস)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments