Tuesday, December 10, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলইন্টার কন্টিনেন্টাল কাপ হেরে শুরু ভারতীয় ফুটবলের মানোলো মার্কেজ যুগ

ইন্টার কন্টিনেন্টাল কাপ হেরে শুরু ভারতীয় ফুটবলের মানোলো মার্কেজ যুগ

অলস্পোর্ট ডেস্ক: ত্রিদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ও শেষ ম্যাচেও জিততে পারল না ভারত। সিরিয়ার কাছে ০-৩-এ হারল মানোলো মার্কেজের দল। পরপর দুই ম্যাচে জিতে টুর্নামেন্টের চ্যাম্পিয়নের খেতাব জিতে নিল সিরিয়া। জানুয়ারিতে এএফসি এশিয়ান কাপে সিরিয়ার কাছে এক গোলে হেরেছিল ভারত। সোমবার হায়দরাবাদে মূলত তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দুই দলের দ্বৈরথে আরও বড় ব্যবধানে জিতল বিশ্বের ৯৩ নম্বর ফুটবল খেলিয়ে দেশটি।

এ দিন সাত মিনিটের মাথাতেই গোল করে দলকে এগিয়ে দেন সিরিয়ার মিডিও মহমুদ আলাসোয়াদ। তাঁর প্রথম শট ভারতীয় ডিফেন্ডারদের গায়ে লেগে তাঁর কাছেই ফিরে আসে। দ্বিতীয়বারের চেষ্টায় তিনি প্রায় চিপ করে বলটি গোলে পাঠিয়ে দেন, যা হয়তো ঠিকমতো দেখতে পাননি গুরপ্রীত (১-০)।

ভারতীয় রক্ষণের মধ্যে বোঝাপড়ার অভাব ক্রমশ প্রকট হয়ে ওঠে এবং দশ মিনিটের মাথায় আলাদ্দিন দালির শট ক্রশবারে না লাগলে আরও এক গোলে এগিয়ে যেত সিরিয়া। ছাঙতে, নন্দকুমার, সহালদের প্রতিটি আক্রমণ তৈরির চেষ্টাই বানচাল করে দেয় থায়ের ক্রুমার দল।

প্রথমার্ধের শেষ দিকে ভারতের আক্রমণের তীব্রতা চরম পর্যায়ে পৌঁছয়। বাঁদিক দিয়ে বক্সে ঢুকে গোলে কোণাকুনি শট নেন সহাল, যা অসাধারণ দক্ষতায় আটকে দেন গোলকিপার এলিয়াস হাদায়া। ফিরতি বলে মনবীরও গোলে শট নেন। কিন্তু তা ব্লক হয়ে যায়। এই শেষের কয়েক মিনিটই বিপজ্জনক হয়ে ওঠে ভারত। কিন্তু কাজের কাজটি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে প্রায় ৭০ মিনিট পর্যন্ত ভারত দাপুটে ফুটবল খেলা সত্ত্বেও যখন সমতা আনতে পারেনি, তখন ক্রমশ খেলা নিজেদের নিয়ন্ত্রণে আনতে শুরু করে সিরিয়া এবং ৭৬ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে নেন দালেহো। বক্সের ডানদিকে প্রায় ফাঁকা জায়গায় বল পেয়ে যান তিনি। বক্সে ঢুকে আনোয়ার আলিকে ধোঁকা দিয়ে কাট ইন করে আনোয়ার ও রাহুল ভেকের ফাঁক দিয়ে জালে বল জড়িয়ে দেন দালেহো, জাতীয় দলের হয়ে এটিই যাঁর প্রথম গোল (২-০)।

নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে ভারত ফের আক্রমণের চেষ্টা শুরু করে ভারত। ৮৬ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের সামনে থেকে দূররপাল্লার শট নেন পরিবর্ত এডমন্ড লালরিন্ডিকা। পরবর্তী মিনিটেই কর্নার থেকে বল পেয়ে গোলে শট নেন মহেশ। এই দুই শটই অসাধারণ দক্ষতায় কার্যত আঙুল দিয়ে বাঁচান হাদায়া। এর পরেই ছাঙতের গোলমুখী ভলি ক্রশবারের ওপর গিয়ে পড়ে। এডমন্ডের সঙ্গে লিস্টন কোলাসোও এ দিন রিজার্ভ বেঞ্চ থেকে নামেন। স্টপেজ টাইমে প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া তাঁর শট গোলকিপারের হাতে লেগে বারের নীচে লেগে গোললাইনের বাইরে পড়ে।

স্টপেজ টাইমের শেষ মিনিটে মাহমুদ আল মাওয়াসের বাড়ানো বল পেয়ে যখন গোলে বল ঠেলেন পাবলো সাব্বাগ (৩-০), তখন ভারতের বক্সে ভারতের বক্সে মাত্র দু’জন ফুটবলার ছিলেন।

ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার, অধিনায়ক), নিখিল পূজারী (আসিশ রাই, ৪৬’), রাহুল ভেকে, আনোয়ার আলি, শুভাশিস বোস, সহাল আব্দুল সামাদ (নাওরেম মহেশ সিং, ৬৪’), সুরেশ সিং ওয়াংজাম (লালেংমাওইয়া রালতে, ৪৬’), জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাঙতে, মনবীর সিং (লিস্টন কোলাসো, ৭৭’), নন্দকুমার শেকর (এডমুন্ড লালরিন্ডিকা, ৭৭’)।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments