অলস্পোর্ট ডেস্ক: পাহাড়ের গায়ে যেন হেলান দিয়ে বসে রয়েছে লাল-হলুদ উজ্জ্বল গ্যালারি। মাঝে হাতছানি দিয়ে ডাকছে সবুজ মাঠ। আর সেই সবুজ মাঠেই হতে চলেছে এশিয়ান ফুটবলের এক গুরুত্বপূর্ণ ম্যাচ। এমনটাই জানিয়ে দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। পুরো দেশে ফুটবলকে ছড়িয়ে বিভিন্ন জায়গায় ম্যাচের আয়োজন করছে এআইএফএফ। সে মণিপুর, মিজোরাম হোক বা হায়দরাবাদ, ওড়িশা। এই জায়গাগুলো ইতিমধ্যেই ফুটবলে অভিজ্ঞ হয়ে উঠেছে। এবার আর একটু অন্য জায়গাকে বেছে নেওয়া। এবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামেই হবে এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ। যেখানে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ২৫ মার্চ। তার অতটা উচ্চতা ও ঠান্ডা পরিবেশের সঙ্গে মানিটে নিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। ১৯ মার্চ শিলংয়ের এই স্টেডিয়ামেই মলদ্বীপের বিরুদ্ধে হবে এই প্রস্তুতি ম্যাচ। দুটি ম্যাচই সন্ধে সাতটায় খেলা হবে বলে জানা যাচ্ছে। তবে পাহাড়ে ওই সময় গভীর রাত, সঙ্গে ঠান্ডাও অত্যধিক বেড়ে যায়। তাতে স্থানীয়রা কতটা গ্যালারি ভড়াবেন তা নিয়ে কিন্তু সংশয় থাকবে।
কোয়ালিফায়ার পর্বে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। খুব কঠিন না হলেও সহজও হবে না এই লড়াই। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দলগুলো। আগামী এক বছর ধরে চলবে এই যোগ্যতা নির্ণায়ক পর্ব। তার পর ২০২৭-এ সৌদি আরবের মাটিতে বসবে মূল পর্বের আসর। গত বছর এই স্টেডিয়ামকে নতুন করে তৈরি করা হয়েছে। শিলং লাজংও খেলত এই স্টেডিয়ামে। এবার সেখানে এই প্রথম বসতে চলেছে কোনও আন্তর্জাতিক ম্যাচের আসর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার