নিজস্ব সংবাদদাতাঃ অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপে ভারতের লড়াই আরও কঠিন হয়ে গেল। কেননা গ্রুপ লিগেই ভারতকে সামলাতে হবে গতবারের চ্যাম্পিয়ন জাপানের চ্যালেঞ্জ। লটারি অনুষ্ঠিত হওয়ার পরে বৃহস্পতিবার এএফসি-র তরফে টুর্নামেন্টের গ্রুপ বিভাগ ঘোঘণা করা হয়। ১৬ দলের টুর্নামেন্টে ভারত জায়গা পেয়েছে ডি-গ্রুপে। জাপান ছাড়াও এই গ্রুপে রয়েছে ভিয়েতনাম ও উজবেকিস্তান।
টুর্নামেন্টের ১৯তম সংস্করণ অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। ১৫ জুন শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ খেলা হবে ২ জুলাই। শুধু জাপানই নয়, গ্রুপে ভারতের বাকি দুই প্রতিপক্ষও নিতান্ত দুর্বল নয়। ২০০০ সালের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ভিয়েতনাম চতুর্থ স্থান দখল করে। ২০০২ সালে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করে উজবেকিস্তান। ভারত মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ সংস্করণের কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। ভারতীয় দল এই নিয়ে মোট ১২ বার টুর্নামেন্টে অংশ নেবে। মোট ২ বার তারা শেষ আটের যোগ্যতা অর্জন করে। লিগ পর্বের শেষে প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল পরের রাউন্ডে প্রবেশ করবে। সুতরাং, সহজ হবে না ভারতের লড়াই।
আয়োজক থাইল্যান্ড এ-গ্রুপে জায়গা পেয়েছে। গ্রুপ লিগে তাদের লড়াই করতে হবে ইয়েমেন, মালয়েশিয়া ও লাওসের সঙ্গে। সি-গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ও চিন। তাদের সঙ্গে একই গ্রুপে জায়গা পেয়েছে তাজিকিস্তান ও সৌদি আরব। কোরিয়া রিপাবলিক রয়েছে বি-গ্রুপে। তাদের সঙ্গে লড়াই চালাবে আফগানিস্তান। এছাড়া বি-গ্রুপের বাকি ২টি দল হল ইরান ও কাতার।