অলস্পোর্ট ডেস্কঃ ক্রিকেটের মতই ফুটবলেও ভারত বনাম পাকিস্তান। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা এই টুর্নামেন্টের। বুধবার নয়াদিল্লিতে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র ছিল। ড্রয়ের পর দেখা গিয়েছে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে পড়েছে। গ্রুপ- এ-তে রয়েছে দুই প্রতিবেশী দেশ। ভারত, পাকিস্তান ছাড়াও এই গ্রুপে রয়েছে নেপাল এবং টুর্নামেন্টে আমন্ত্রিত দেশ কুয়েত। আর গ্রুপ-বি-তে রয়েছে মলদ্বীপ, ভুটান এবং বাংলাদেশ। সঙ্গে রয়েছে আরও একটি আমন্ত্রিত দল লেবানন।
লেবানন এবং কুয়েত, যারা ভৌগোলিক ভাবে দক্ষিণ এশিয়ার দেশ নয়, তবে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তাদের বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা অংশ নিচ্ছে না। কারণ ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের নির্বাসিত করেছে। অন্যদিকে আফগানিস্তান সাফ ছেড়ে সেন্ট্রাল এশিয়ান ফুটবল ফেডারেশনে যোগদান করছে।
১৯৯৩ সাল থেকে এখনও পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপের ১৩টি সংস্করণ হয়েছে। তার মধ্যে দু’টি টুর্নামেন্টে খেলতে পারেনি পাকিস্তান। তবে তারা ফের এই টুর্নামেন্ট খেলতে চলেছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক সমস্যার কারণে পাকিস্তান ফুটবল ফেডারেশন ভারতে অনুষ্ঠিত ২০১৫ সংস্করণের জন্য তাদের দল পাঠাতে পারেনি। এ ছাড়াও ২০২১ সংস্করণটি মিস করেছে পাকিস্তান। কারণ সে সময়ে ফিফা তাদের নির্বাসিত করেছিল।
গত বছর নির্বাসন প্রত্যাহার করা হয়। তাই এই বছর পাকিস্তান খেলতে পারবে। ভারত এই আঞ্চলিক টুর্নামেন্টের রেকর্ড বিজয়ী। মোট আটবার তারা সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। তবে মলদ্বীপ এই মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবং তারা মোট দু’বার শিরোপা জিতেছে। আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একবার করে এই ট্রফি জিতেছে।
২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ ড্র:
গ্রুপ এ- ভারত, কুয়েত, নেপাল এবং পাকিস্তান
গ্রুপ বি- লেবানন, মলদ্বীপ, ভুটান ও বাংলাদেশ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার