অলস্পোর্ট ডেস্কঃ ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে রবিবার কাপ জেতে ভারতীয় দল। এর পরেই ওড়িশা সরকার পুরস্কারমুল্য হিসেবে ১ কোটি টাকা ভারতীয় দলকে দেওয়ার কথা ঘোষণা করে। এই পুরস্কারের থেকে ২০ লাখ টাকা ওড়িশা ট্রেন দুর্ঘটনা দিলেন সুনীল ছেত্রীরা।
কিছুদিন আগেই ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু হয়। আহত হয় ৯০০ এর কাছাকাছি মানুষ। দুর্ঘটনায় মৃত ও আহত পরিবারদের জন্য রিলিফ ফান্ড তৈরি কড়া হয়েছে। সেই ফান্ডেই নিজেদের পুরস্কারমুল্যের কিছু অংশ তুলে দিল ইগর স্টিমাচের দল। এই বিষয়ে ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকে একটি ট্যুইট করে বলা হয়েছে, “আমরা ওড়িশা সরকারের কৃতজ্ঞ এই পুরস্কারমুল্য তারা আমাদের হাতে তুলে দিয়েছে। ড্রেসিংরুমে এরপর আলোচনা করা হয় এবং সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই ২০ লক্ষ টাকা আমরা ট্রেন দুর্ঘটনায় গড়া রিলিফ ফান্ডের হাতে তুলে দেব। যা মৃত ও আহতদের পরিবারের কাজে লাগবে। কোনও মুল্য দিয়েই এই ক্ষতি মেটানো যাবে না। কিন্তু আমরা যদি এইটুকু পাশে থাকতে পারি তা অনেকটা সাহায্য করবে।“
উল্লেখ্য, রবিবার ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়েছে ভারতীয় ফুটবল দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজের ৮৭ নম্বর গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লালিয়ানজুয়ালা ছাংতে। ২০১৮ সালের পর আবার এই কাপ জিতল ইগর স্টিমাচের দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার