অলস্পোর্ট ডেস্ক: কয়েকদিন আগেই বিদায় জানানো হয়েছে ভারতীয় সিনিয়র ফুটবল দলের কোচ ইগর স্টিমাচকে। বিশ্বকাপ ও এশিয়া কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে ব্যর্থতার দায় নিতে হয়েছে তাঁকেই। পাঁচ বছর ভারতীয় দলের সঙ্গে কাটানোর পর এই দায় নিয়ে বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। তার মধ্যেই বৃহস্পতিবার র্যাঙ্কিংয়ে তিনধাপ নেমে গেল ভারতীয় ফুটবল দল। ১২১ থেকে নেমে ১২৪-এ চলে গেল ভারত। স্টিমাচ বিদায়ের আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন সুনীল ছেত্রী। তিনি বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে কলকাতায় যুবভারতী ক্রিড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে খেলে অবসর নেন তিনি। তারপর কাতারের মাটিতে তাদের বিরুদ্ধে ম্যাচে হেরে যোগ্যতা নির্ণায়ক পর্ব থেকে বিদায় নেয় ভারত। যার ফল দেখা গেল কোচ বিদায়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ে।
তবে ইগর স্টিমাচ তাঁর এই বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই ক্ষতিপূরণ হিসেবে তিন কোটি টাকার বিষয়ে আইনি লড়াইয়ে মুখোমুখি হতে দেখা যেতে পারে দুই পক্ষকে, যদিও শোনা গিয়েছিল ক্ষতিপূরণ হিসেব তিন মাসের বেতন হিসেবে ৭৫ লাখ টাকা দেবে বলে জানিয়েছিল ফেডারেশন। যদিও তাতে মোটেও রাজি নন স্টিমাচ। আপাতত দেশে ফিরে গিয়েছেন স্টিমাচ। মরসুমের মাঝ পথে ছাটাই করলে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া কথা। স্টিমাচের চুক্তি ছিল ২০২৬ সালের মে মাস পর্যন্ত। ২০১৯-এ ভারতীয় দলের কোচ হিসেবে কাজ শুরু করার পর গত অক্টোবরে তাঁর চুক্তি বাড়ানো হয়।
এদিকে বরখাস্ত হওয়ার পর থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছেন। যেখানে তিনি নিজেকে ভারতীয় বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘‘আমি একজন সত্যিকারে ভারতীয় এবং যতটা সম্ভব ততটা সাহায্য করার চেষ্টা করেছি।’’ এবার তিনি তাঁর বক্তব্য ভারতীয় সংবাদ মাধ্যমের সামনে রাখতে চান। বৃহস্পতিবার তিনি একটি পোস্টে সংবাদ মাধ্যমের উদ্দেশে জানান, তিনি সকলের সঙ্গে কথা বলতে চান।
তিনি তাঁর পোস্টে লেখেন, ‘‘হেলো, ভারতের সাংবাদিক বন্ধুরা, আমি জানি গত কয়েকমাসে আমার মতোই আপনারাও ভারতীয় ফুটবল অবস্থা নিয়ে চিন্তিত, বিচলিত। আপনাদের এটা জানার অধিকার রয়েছে কীভাবে এই পর্যায়ে পৌঁছলাম আমরা।’’
আরও একটি পোস্টে তিনি লেখেন, ‘‘একটি বন্ধুত্বপূর্ণ কথোপকথনে ২১ জুন ২০২৪ ভারতীয় সময় দুপুর দুটোয় আমি প্রথমবারের মতো নিজের বক্তব্য সবার সামনে রাখব। জয় হিন্দ।’’ তিনি ২০২২-এ ভারতীয় ফুটবলের ফিফা নির্বাসন থেকে ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গও টেনে এনেছেন। সাফ চ্যাম্পিয়নশিপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, ত্রিদেশীয় প্রতিযোগিতা জয়ের উদাহরণও তুলে এনেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার