অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ড্র অনুষ্ঠানের পর মারডেকা টুর্নামেন্ট ২০২৩-এর সেমিফাইনালে ভারতীয় সিনিয়র পুরুষ দলকে খেলতে হবে মালয়েশিয়ার সঙ্গে। ম্যাচটি ১৩ অক্টোবর কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে হবে। অন্য সেমিফাইনালে প্যালেস্টাইন খেলবে লেবাননের বিপক্ষে। দুটো সেমিফাইনাল হবে একই দিনে। এটি মালয়েশিয়ার সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে ভারতের রেকর্ড ৩২তম সাক্ষাৎ হতে চলেছে। শেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০১১-তে কলকাতায় একটি প্রীতি ম্যাচে। যেখানে ব্লু টাইগাররা ৩-২ গোলে জয় পেয়েছিল।
২০০১-এর পর থেকে আর মারডেকা টুর্নামেন্টে খেলেনি ভারত। ২০০১ সালের পর আবার ২০২৩, ২২ বছর পর এই টুর্নামেন্টে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। সামগ্রিকভাবে ১৮টি বার এই প্রতিযোগিতায় নেমেছে ভারত। এই টুর্নামেন্টে ভারতের সেরা পারফর্ম্যান্স ছিল ১৯৫৯ এবং ১৯৬৪-তে। দু’বারই রানার্স আপ হয়েছিল ভারত।
সেমিফাইনালের জয়ী দল ১৭ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে। পরাজিত দুই দল তৃতীয় স্থানের জন্য প্লে-অফে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মারডেকা টুর্নামেন্ট ২০২৩ ড্র (ভারতীয় সময়): প্যালেস্টাই বনাম লেবানন (১৩ অক্টোবর, ২০২৩) – দুপুর ২টো। মালয়েশিয়া বনাম ভারত (১৩ অক্টোবর, ২০২৩) সন্ধে ৬.৩০টা। তৃতীয় স্থানের জন্য প্লে-অফ (১৭ অক্টোবর, ২০২৩) দুপুর ২টো। ফাইনাল (১৭ অক্টোবর, ২০২৩) সন্ধে ৬.৩০টা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার