Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeফুটবলইন্টারকন্টিনেন্টাল কাপ-এ জয় দিয়ে শুরু করল ভারত

ইন্টারকন্টিনেন্টাল কাপ-এ জয় দিয়ে শুরু করল ভারত

অলস্পোর্ট ডেস্ক: ইন্টারকন্টিনেন্টাল কাপ-এর প্রথম ম্যাচে শুক্রবার মঙ্গোলিয়ার মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। ভারতের থেকে ক্রমতালিকার অনেকটা নিচে থাকা মঙ্গোলিয়ার বিরুদ্ধে যে সহজেই জয় আসবে তা নিয়ে কোনও বিশেষজ্ঞ মহলেরই কোনও সংশয় ছিল না। মাঠে ৯০ মিনিট দাপটই দেখালেন ইগর স্টিমাচের ছেলেরা। কিন্তু ম্যাচে গোলের ব্যবধান দেখলে তেমনটা মনে হওয়ার জো নেই। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতে টুর্নামেন্ট শুরু করল ভারত।

ম্যাচের শুরুতেই গোল করে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়েছিল ভারতীয় দল। ম্যাচ শুরুর দু’মিনিটের মধ্যেই অনিরুদ্ধ থাপার ক্রস থেকে ভারতকে এগিয়ে দেন সাহাল আবদুল সামাদ। ঠিক তার ১২ মিনিটের মাথায় দ্বিতীয় গোল। কর্নার থেকে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন ছাংতে। এই পর্যন্ত দেখলেই বোঝা যাচ্ছে মাত্র ১২ মিনিটের মধ্যেই ভারত যা গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল। যা নিয়ে খুব উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণ নেই।

এখানে প্রশ্ন উঠতেই পারে ১২ মিনিটে দু’গোল করে ফেলার পর বাকি৭৮ মিনিট কী করলেন সুনীল ছেত্রীরা? গোলের সুযোগ এল দ্বিতীয়ার্ধে কিন্তু সেখান থেকে গোল এল না। অন্যদিকে ভারতীয় রক্ষণ ভেদ করতে পারল না মঙ্গোলিয়া। পরবর্তী সময়ে মঙ্গোলিয়ারও রক্ষণ ভাঙতে ব্যর্থ হল ভারত। আর প্রথম ১২ মিনিটের খেলার ফলেই তিন পয়েন্ট পেয়ে গেল ভারত।

এবার ইন্টারকন্টিনেন্টাল কাপের আসর বসেছে ভুবনেশ্বরে। টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগে থেকেই সেখানে শিবির করেছেন স্টিমাচ। সেখানকার পরিকাঠামো দেখে মুগ্ধ ফুটবলাররা। অন্যদিকে এদিন যেভাবে ভুবনেশ্বরের ফুটবলপ্রেমীরা স্টেডিয়াম ভড়ালেন তাতে ভারতীয় হকির মতো ভারতীয় ফুটবলের অন্যতম পছন্দের রাজ্য না হয়ে ওঠে ওড়িশা!  এদিন ভারত-মঙ্গোলিয়া খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ৫৯৫৪ জন সমর্থক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments