Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলওড়িশা এফসি-র বড় চমক, সই করাল এই বিখ্যাত ফুটবলারকে

ওড়িশা এফসি-র বড় চমক, সই করাল এই বিখ্যাত ফুটবলারকে

অলস্পোর্ট ডেস্ক: বর্তমানে জমজমাট ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট। আর তাতে এখনও পর্যন্ত সব থেকে বড় চমক অবশ্যই রয় কৃষ্ণা। একসময় মোহনবাগানের প্রাণভোমরা পরবর্তী সময়ে যোগ দিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে। কিন্তু কেউ ঘুনাক্ষরেও টের পায়নি রয় কৃষ্ণার পরবর্তী পদক্ষেপ। সোমবার সন্ধেয় ওড়িশা এফসি সেই বোমাটা ফাটাল তাদের ফেসবুক পেজে। বেঙ্গালুরু ছেড়ে ওড়িশায় যোগ দিলেন রয় কৃষ্ণা। আপাতত এক বছরের চুক্তিতেই ওড়িশায় যোগ দিচ্ছে কৃষ্ণা।

ফিজির এই ফুটবলারের ভারতীয় ফুটবলের শুরু কলকাতা ময়দান থেকেই। ২০১৯-২০২০-তে তিনি যোগ দেন এটিকে-তে। এর পর এটিকে মোহনবাগান হয়ে যাওয়ার পর সেই দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। তিন মরসুম মিলিয়ে ৩০-এর উপর গোল রয়েছে তাঁর। গত মরসুমে কলকাতা ছেড়ে রয় কৃষ্ণা যোগ দিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানেও প্রচুর গোল করেছেন। তবে তাঁর সঙ্গে বেঙ্গালুরুর সম্পর্ক দীর্ঘায়িত হল না। আসন্ন মরসুমে তিনি যোগ দিলেন ওড়িশা এফসিতে।

৩৫ বছরের এই স্ট্রাইকার তাঁর সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন ২০০৬ থেকে। এর পর অকল্যান্ড সিটি হয়ে তি‌নি যোগ দেন ওয়েলিংটন ফোনিক্সে। এই দলে পাঁচ বছর কাটিয়েছেন তিনি। ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে দলের হয়ে করেছেন ৫১টি গোল। ফর্মের তুঙ্গে থাকা অবস্থাতেই ভারতীয় ফুটবলে পা রাখেন তিনি। সাফল্যও তাঁর পিছনে পিছনেই জায়গা করে নেয় কলকাতা ফুটবলে। তাঁর পায়ে বল মানেই যেন গোলের ঠিকানা লেখা। একটা সময় মোহনবাগান জনতার নয়নের মণি হয়ে ওঠা কৃষ্ণাকে গত মরসুমে ছেড়ে দেয় মোহনবাগান।

বেঙ্গালুরুর হয়ে গত মরসুমে ছ’টি গোল করেছেন তি‌নি। ফিজি জাতীয় দলের হয়েও তাঁর রয়েছে ৩২ গোল। রয় কৃষ্ণার ভারতীয় যোগ সম্পর্কে সকলেরই জানা। তাঁর দাদু-দিদিমার কলকাতা যোগ ছিল। তাই তাঁর কলকাতার প্রতি টানটা ছিলই। খেলার সুযোগ পেয়ে তাই আর দ্বিতীয়বার ভাবেননি। ভালবাসাও কম পাননি। হিন্দিতেও স্পষ্ট কথা বলতে পারেন এই ফিজিয়ান। তাই সমর্থকদের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারেন তিনি। হয়েও ওঠেন ফ্যানদের কাছের মানুষ। এবার দেখার ওড়িশা এফসির হয়ে কেমন পারফর্ম করেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments