Sunday, November 16, 2025
No menu items!
Google search engine
Homeফুটবলসঙ্গীতাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম, চাইনিজ তাইপে

সঙ্গীতাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম, চাইনিজ তাইপে

অলস্পোর্ট ডেস্ক:‌ এএফসি ২০২৬ অস্ট্রেলিয়া মহিলা এশিয়ান কাপের গ্রুপ সি-‌তে ভারতের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। মঙ্গলবার সিডনি টাউন হলে ড্রয়ের মাধ্যমে ভারতের প্রতিপক্ষ ঠিক হয়েছে। ভারত থেকে ড্রয়ে অংশ নেন ভারতীয় মহিলা দলের সাড়াজাগানো মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর ও মহিলা ফুটবল দলের কোচ ক্রিসপিন ছেত্রী।

সি থ্রি পজিশনে থাকা ভারতীয় মহিলা দল ৪ মার্চ পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে মুখোমুখি হবে ভিয়েতনামের। একই মাঠে ভারত খেলবে জাপানের বিপক্ষে ৭ মার্চ। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ১০ মার্চ গ্রুপের শেষ ম্যাচে সঙ্গীতেদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ভারত ফিফা ক্রমতালিকায় ৭০তম স্থানে থাকার সুবাদে ৪ নম্বর পটে ছিল। ফিফা মহিলা ফুটবল ক্রমতালিকায় জাপানের স্থান ৭ ও চাইনিজ তাইপে ৪২।

গ্রুপ এ-‌তে আয়োজক অস্ট্রেলিয়া, কোরিয়া, ইরান, ফিলিপিন্স। গ্রুপ বি-‌তে আছে উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান। তিনটি গ্রুপের প্রথম দুই স্থানাধিকারী দলের সঙ্গে সেরা তৃতীয় স্থানাধিকারী দুই দল কোয়ার্টারফাইনাল খেলার সুযোগ পাবে। কোয়ার্টারফাইনালের ৪ বিজয়ী দলের ২০২৭ ব্রাজিল ফিফা মহিলা বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিলবে। কোয়ার্টারফাইনালে হেরে যাওয়া ৪ দল প্লেঅফ খেলার সুযোগ পাবে এএফসির জন্য বরাদ্দ আরও দুটি কোটা কাজে লাগিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে। বাকি ২ প্লেঅফ লুজারের সামনেও ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে ইন্টার কনফিডারেশন প্লেঅফ খেলে যোগ্যতার্জন করে।

থাইল্যান্ডের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে ভারতকে জয় এনে দেন বাংলার মেয়ে ফুটবলার সঙ্গীতা বাসফোর। তাঁর এখন একটাই লক্ষ্য, এশিয়ান কাপে ভাল খেলে ব্রাজিল বিশ্বকাপে খেলার ছাড়পত্র অর্জন করা। সেটাই তাঁর ফুটবল জীবনের একমাত্র লক্ষ্য ও স্বপ্ন।

কোয়ার্টাফাইনাল ম্যাচগুলি হবে সিডনি ও পার্থে, ১৩-‌১৫ মার্চ, সেমিফাইনাল একই মাঠে ১৭ আর ১৮ মার্চ। সিডনি স্টেডিয়ামে ফাইনাল ২১ মার্চ। বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রাখতে হেরে যাওয়া কোয়ার্টারফাইনালিস্টদের প্লেঅফের ম্যাচগুলি হবে ১৯ মার্চ, গোল্ড কোস্টে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments