Wednesday, January 15, 2025
No menu items!
Google search engine
Homeআইএসএলডার্বির আগে ইস্টবেঙ্গলের চোটের তালিকা কি দীর্ঘায়িত হল, ইঙ্গিত তো সেদিকেই

ডার্বির আগে ইস্টবেঙ্গলের চোটের তালিকা কি দীর্ঘায়িত হল, ইঙ্গিত তো সেদিকেই

অলস্পোর্ট ডেস্ক: চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। দলের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এটাই হয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় প্রতিবন্ধকতা। ডার্বির আগে শেষ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আরও একবার সেই আতঙ্কের ছবিই ধরা পরল ইস্টবেঙ্গল শিবিরে। ১১ জানুয়ারি মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেওয়ার আগে সোমবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। লক্ষ্য অবশ্যই ছিল তিন পয়েন্ট তুলে নেওয়া। এর আগের ম্যাচে সব থেকে সহজ প্রতিপক্ষ হায়দরাবাদের বিরুদ্ধে জিততে থাকা ম্যাচ শেষ মুহূর্তে ড্র করে ফিরেছিল দল। যা সুপার সিক্সের লক্ষ্যে বড় ধাক্কা ছিল এদিন সেটা কাটিয়ে উঠতে পারল না। তার ওপর নতুন করে চোটের কবলে দলের একাধিক প্লেয়ার।

এদিন চোট পেয়ে মাঠ ছাড়লেন দলের দুই ডিফেন্ডার। তাঁরা হলেন প্রভাত লাকরা ও আনোয়ার আলি। যা কোচ অস্কার ব্রুজোঁর কপালে চিন্তার ভাজ বাড়ানোর জন্য যথেষ্ট। জানা গিয়েছে প্রভাত লাকরার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। কিন্তু তা কতটা গুরুতর সেটা এখনও পরিষ্কার করে ক্লাবের তরফে জানানো হয়নি। এরপর দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম ডিফেন্ডার আনোয়ার আলি। মাঠেই তাঁকে দেখা যায় ফিজিওর কাঁধে ভর দিয়ে হাঁটতে এবং ম্যাচ শেষে তাঁর হুইলচেয়ারে করে স্টেডিয়াম ছাড়া যেন‌ নতুন করে আশঙ্কার কালো মেঘ জমাতে শুরু করেছে দলের অন্দরে।

আগেই চোটের জন্য ছিটকে গিয়েছেন দলের অন্যতম বিদেশি মিডফিল্ডার মাদিহ তালাল। এই মরসুমে আর খেলা হবে না তাঁর। এখনও তাঁর পরিবর্ত বিদেশিও নিশ্চিত করতে পারেনি ক্লাব। তাঁর আগেই চোটের জন্য দেশে ফিরে গিয়েছিলেন আরও এক মিডিও সাউল ক্রেসপো। জানা গিয়েছে তিনি এখন ফিট কিন্তু ভিসা সমস্যায় কলকাতায় আসতে পারছেন না। কারণ যাই হোক দু’জন কম বিদেশি নিয়ে এই মুহূর্তে আইএসএলে খেলছে ইস্টবেঙ্গল। পরিবর্ত হিসেবে নামানোর জন্য কোনও বিদেশি নেই দলে।

বাকি যে চারজন বিদেশি রয়েছেন তার মধ্যে ডিফেন্ডার হেক্টর ইউয়েস্তে চূড়ান্ত মন্থর ফুটবল খেলছেন। তাঁর পাশে আরওএক ডিফেন্ডার হিজাজি মেহেরকে দেখে মনে হচ্ছে না তাঁর খেলায় কোনো মন আছে। দিয়ামান্তাকোস পুরো ফিট নন। এদিন তো তাঁকে খুঁজেই পাওয়া গেল না। ক্লেটন সিলভা চেষ্টা করলেন কিন্তু মুম্বইয়ের স্পিডের কাছে সবার মতই হার মানতে হল। এছাড়া সৌভিক চক্রবর্তীও পুরো ফিট নন। সব মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা ইস্টবেঙ্গল আবারও অনেকটাই পিছিয়ে গেল। যার মূল কারণ দলের চোট-আঘাত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments