অলস্পোর্ট ডেস্কঃ সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আগেই খারাপ খবর এল ভারতীয় সিনিয়র ফুটবল দলের জন্য। ইন্টারকন্টিনেন্টাল কাপ শুরুর আগেই চোট পেয়েছিলেন স্ট্রাইকার ঈশান পণ্ডিতা । ফলে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলাই হয়নি তাঁর। চোট এতটাই গুরুতর যে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপেও খেলা হবে না তাঁর। সেকথা ইশানের তরফেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ আগেই জানিয়েছিলেন যে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল বা সাফ চ্যাম্পিয়নশিপ কোনওতেই খেলা হবে না ইশানের। এবার তাঁর তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার থেকেই বেঙ্গালুরুতে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর।
উল্লেখ্য, যেখানে বুধবার ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। সেই ম্যাচ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কারণ পাক দলকে এখনও ভিসা দেওয়া হয়নি ভারত সরকারের তরফে। ভুবনেশ্বরের ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতীয় দল তিন স্ট্রাইকারকে রেখে ছিল। যাদের অন্যতম ছিল ইশান।
ইন্টারকন্টিনেন্টাল কাপ শুরুর আগেই হ্যামস্ট্রিংয়ে চোট পান ইশান। ফলে মঙ্গোলিয়া, ভানুয়াতু এবং লেবাননের বিরুদ্ধে খেলা হয়নি তাঁর। কোচ ইগর স্টিমাচ জানান পণ্ডিতার অনুপস্থিতিতে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও তারা করতে পারেনি। গ্রুপে তিন ম্যাচে ভারত মাত্র তিনটি গোল করেছিল। লেবাননের বিরুদ্ধে ০-০ ড্র করেছিল। স্টিমাচ বলেছিলেন, ‘ইশানকে না পেয়ে আমার খুব খারাপ লাগছে।’
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন মাত্র ২৩ জন ফুটবলার। ইশানের পাশাপাশি আরও দুজন যাবেন না বেঙ্গালুরু। তারা কারা বা তারা কি কারণে যাচ্ছে না, সেই বিষয়টি পরিষ্কার করে জানানো হয়নি টিম ম্যানেজমেন্ট বা এআইএফএফের তরফে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার