অলস্পোর্ট ডেস্ক: আরও একবার যুবভারতীর পুরো গ্যালারির রঙ হতে চলেছে সবুজ-মেরুন। বেশিদিন আগের কথা নয়। তারিখটা ১৫ এপ্রিল। পয়লা বৈশাখের ঠিক পরের দিন আইএসএল ২০২৩-২৪ লিগ পর্বের শেষ ম্যাচ ঘরের মাঠে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ছিল মুম্বই সিটি এফসি। এই ম্যাচের উপরই নির্ভর করছিল লিগ-শিল্ড জয়। যেখানে মুম্বই ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত সেখানে মোহনবাগানের জন্য ছিল মাস্ট উইন ম্যাচ। এবং সেই ম্যাচ জিতে ইতিমধ্যেই লিগ-শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। এখন সামনে শুধুই আইএসএল চ্যাম্পিয়নশিপ।
যাঁরা মাঠে বসে খেলা দেখবেন তাঁদের হাতে ইতিমধ্যেই টিকিট পৌঁছে গিয়েছে। আর যাঁরা অনলাইন টিকিট কেটেছেন তাঁদের টিকিট রিডিম করতে হবে ক্লাব তাঁবু থেকে ম্যাচের দিন। সকাল ১০.৩০ থেকে সন্ধে ৭টা পর্যন্ত ক্লাব তাঁবুর বক্স অফিস থেকে এই টিকিট রিডিম করা যাবে। ম্যাচের দিন স্টেডিয়াম খেকে কোনও টিকিট দেওয়া হবে না।
যার প্রথম ধাপে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে কলকাতার দল। এই অবস্থান ঘরের মাঠে সেই পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালে যেতে হবে হাবাসের দলকে। আর সেই লক্ষ্যে যতটা প্রস্তুত দল ততটাই দলের সমর্থকরা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে রবিবার মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচের টিকিট। এমনটা অতীতে একদমই দেখা যায়নি। শুধুমাত্র ডার্বির ক্ষেত্রে টিকিট ‘সোল্ড আউট’এর পোস্টার দেখা যায়। কিন্তু মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচে তেমনটা হবে সেই ইঙ্গিত অবশ্য দিয়ে দিয়েছিল মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ।
৬৫ হাজারের যুবভারতীর গ্যালারি সেদিনও ভরে উঠেছিল সবুজ-মোরুন জার্সির রঙে। সেদিন শহরের সব রাস্তা গিয়ে মিশেছিল এই সল্টলেক স্টেডিয়ামে তবে শুধু মোহনবাগানের জন্য। এবারও যে তার অন্যথা হবে না তার বার্তা এদিন আগেই দিয়ে দিল টিকিট বিক্রির হিসেব। বিকেল গড়াতেই তালা পড়ল টিকিট বিক্রিতে। কারণ টিকিট শেষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল আইএসএল ২০২৩-২৪ সেমিফাইনাল দ্বিতীয় লেগে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচের টিকিট শেষ।এই ভর্তি গ্যালারিই রবিবারের সন্ধেয় দিমিত্রি, কামিংস, শুভাশিস, মনবীরদের প্রেরণা।
আইএসএল ২০২৩-২৪-এর ফাইনালে যেতে হলে মোহনবাগানের সামনে এই ম্যাচ মাস্ট উইন। প্রথম লেগের পর মোহনবাগান এক গোলে পিছিয়ে রয়েছে। ১-২ গোলে হেরে গিয়েছিল গত ২৩ এপ্রিলের ম্যাচ। এবার মোহনবাগানকে এই ব্যবধান মিটিয়ে জয় তুলে নিতে হবে। হাবাস অবশ্যই চাইবেন ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে। দু’গোলের ব্যবধানে এই ম্যাচ জিততে হবে মোহনবাগানকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার