Saturday, December 14, 2024
No menu items!
Google search engine
Homeআইএসএলআইএসএল শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর, মোহনবাগান নামবে ২৩, ইস্টবেঙ্গল ২৫

আইএসএল শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর, মোহনবাগান নামবে ২৩, ইস্টবেঙ্গল ২৫

অলস্পোর্ট ডেস্ক: আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৩-২৪ মরসুম। উদ্বোধনী ম্যাচে কোচির মাঠে মুখোমুখি হবে কেরালা ও বেঙ্গালুরু। কলকাতার দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল নামছে ২৩ ও ২৫ সেপ্টেম্বর ঘরের মাঠেই। ২৩ সেপ্টেম্বর মোহনবাগান শুরু করছে পঞ্জাব এফসির বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গল নামছে জামশেদপুর এফসির বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর। আইএসএল-এর প্রথম ডার্বি ২৮ অক্টোবর। এবারে আইএসএল-এর সরাসরি সম্প্রচার করার স্বত্ত্ব পেয়েছে ভায়াকম ১৮। আগামী মরসুমেও, অর্থাৎ ২০২৪-২৫-এও এই লিগের সম্প্রচার করবে তারাই। এই নিয়ে দশম বছরে পা দিচ্ছে দেশের এক নম্বর ফুটবল লিগ।

আগামী ২১ সেপ্টেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ বারের আইএসএল। এই ম্যাচের সম্প্রচার দিয়েই তাদের আইএসএল অভিযান শুরু করবে ভায়াকম। এর পরে লিগের সব ম্যাচই টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করবে তারা। স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি দেখা যাবে লিগের খেলাগুলি এবং জিও সিনেমা অ্যাপে আইএসএলের ম্যাচগুলি সরাসরি দেখা যাবে বিনামূল্যে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

গত এক দশক ধরে ভারতীয় ফুটবলের উন্নতির পিছনে অনেক অবদান রেখেছে ইন্ডিয়ান সুপার লিগ। পরবর্তী ধাপে দেশের সেরা ফুটবল লিগের অনন্য জুটি হতে চলেছে ভায়াকম ১৮, যারা তাদের শক্তিশালী ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে আরও এ যুগের ফুটবলপ্রেমীদের আরও বড় অংশের কাছে আইএসএলের টাটকা অ্যাকশন পৌঁছে দিতে বদ্ধপরিকর।

জিও সিনেমা, যারা আইএসএল দেখাবে সম্পূর্ণ বিনামূল্যে, তারা এর আগে কাতারে ফিফা বিশ্বকাপ, ২০২২ এবং টাটা আইপিএলের মতো খেলাধুলোর বিশ্বসেরা আসর সম্প্রচার করেছে। এ বার তাদের পালকে জুড়তে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ-ও।

আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল-এর মুখপাত্র এই প্রসঙ্গে বলেছেন, “ইন্ডিয়ান সুপার লিগের মিডিয়া রাইটস পার্টনার হিসেবে ভায়াকম ১৮-কে পেয়ে আমরা খুবই খুশি। যখন আমরা আইএসএল অভিযান শুরু করি, তখন আমাদের স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের ইকো সিস্টেমে  এক বিপ্লব আনা। এখন আমরা ফুটবলের এই উন্নয়নের দশ বছরে পা দিতে চলেছি। এই উপলক্ষে আমরা এমন একটি সংস্থাকে সঙ্গে পাচ্ছি, যাদেরও লক্ষ্যও একই, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এ দেশের ফুটবলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। যারা ফিফা বিশ্বকাপের মতো বিশ্বসেরা ইভেন্টকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তাদের দক্ষতা প্রমাণিত। ফুটবলপ্রেমীরাই যে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার প্রমাণ তারা বিশ্বকাপেই দিয়েছে। এরকম একটি সংস্থাকে সঙ্গে নিয়ে ফুটবল উন্নয়নের পরবর্তী দশকে প্রবেশ করাটাই সবচেয়ে ইতিবাচক ঘটনা”।

ভায়াকম ১৮-র মুখপাত্র এই নতুন সম্পর্ক নিয়ে বলেন, “আইএসএলের স্ট্রিমিং ও সম্প্রচার সত্ত্ব অর্জন করার মাধ্যমে আমরা ফুটবল অ্যাকশনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এক বড় পদক্ষেপ নিলাম আমরা। সাম্প্রতিককালে ভারতীয় ফুটবলকে এক ভিন্ন মাত্রা এনে দিয়েছে আইএসএল। তাদের সঙ্গে জুটি বেঁধে আমরা ভারতীয় ফুটবলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখার সুযোগ পাব। আমাদের বিশ্বাস দেশের ফুটবলে এখন খুব আকর্ষণীয় এক সময় চলছে। এবং আমাদের বিস্তৃত সম্প্রচারের মাধ্যমে এ দেশের ফুটবলকে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আরও বেশি জনপ্রিয় করে তোলাই আমাদের লক্ষ্য”।  

আইএসএল ১০-এর ম্যাচগুলি শুরু হবে প্রাইমটাইমে, রাত আটটায় এবং ডাবল হেডারের দিনগুলিতে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।

আইএসএলের ম্যাচ দেখার জন্য আপনাকে আপনার ফোনে (iOS & Android)শুধু  জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করতে হবে। সাম্প্রতিক আপডেট, খবর, স্কোর ও ভিডিওর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে Sports 18 কে অনুসরণ করতে হবে।

পুরো ফিক্সচারের জন্য ক্লিক করুন এখানে

(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments