অলস্পোর্ট ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের অবকাশের পর ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল ২০২৩-২৪ ফের শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে।
এ পর্যন্ত ১২ রাউন্ড হয়েছে দেশের এক নম্বর লিগে। যদিও সব দলের ১২টি করে ম্যাচ খেলা হয়নি। কেউ দশটি, কেউ ১১টি করে ম্যাচও খেলেছে। তবে সাতটি দলের ১২টি করে ম্যাচ খেলা হয়ে গিয়ছে। এ বার তারা বাকি ম্যাচগুলি খেলবে।
গত বছর ২৮ অক্টোবর লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক সমস্যার জন্য সেই ম্যাচ স্থগিত রাখা হয়। সেই ম্যাচ হবে আগামী মাসের শুরুতেই, ৩ ফেব্রুয়ারি। অবকাশের পর এটিই হতে চলেছে কলকাতার দুই দলের প্রথম আইএসএল ম্যাচ। প্রথমে মোহনবাগানের হোম ম্যাচ।
ডার্বির ফিরতি ম্যাচ হবে ১০ মার্চ। যেটি ইস্টবেঙ্গলের হোম ম্যাচ হবে।
মোহনবাগান সুপার জায়ান্ট আপাতত দশ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে রয়েছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল দশ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে আট নম্বরে রয়েছে। তবে ইস্টবেঙ্গল তাদের পারফরম্যান্সে যে রকম উন্নতি করেছে, তাতে ফের লিগ শুরু হলে তারা লিগ টেবলে আরও ওপরে উঠবে, এমনই আশা তাদের সমর্থকদের।
লিগের শেষ তিন ম্যাচে হারের পর সম্প্রতি কোচ বদল করেছে মোহনবাগান এসজি। হুয়ান ফেরান্দোর জায়গায় ফিরে এসেছেন প্রাক্তন কোচ ও বর্তমান টিভি আন্তোনিও লোপেজ হাবাস। তাই তারাও লিগ টেবলে ওপরে ওঠার মরিয়া চেষ্টা করবে সবুজ মেরুন বাহিনী।
বিস্তারিত ক্রীড়াসূচী দেখতে এখানে ক্লিক করুন : সম্পূর্ণ সূচী
(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার