অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৪-২৫ মরসুম ১৩ সেপ্টেম্বর, ২০২৪ থেকে শুরু হচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি ও লিগজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এই মরসুমের আইএসএল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই উদ্বোধন হবে আইএসএল ২০২৪-২৫-এর। এক কথায় যেখানে গত মরসুম শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই মরসুম।
সপ্তাহান্তে মরসুমের প্রথম ডবল হেডারে ১৪ সেপ্টেম্বর চেন্নাইয়িন এফসি অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে ওড়িশা এফসির হোম গ্ৰাউন্ডে, এবং বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি-এর। ম্যাচগুলি ভারতীয় সময় বিকাল ৫টা এবং ৭.৩০ থেকে শুরু হবে। যখন কেরালা ব্লাস্টার্স এফসি রবিবার, ১৫ সেপ্টেম্বর, জওহরলাল নেহরু স্টেডিয়াম, কোচিতে পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে৷ হায়দরাবাদ এফসি তাদের প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে।
ইন্ডিয়ান সুপার লিগের এই মরসুমে ১৩টি দল অংশ নিচ্ছে। মহমেডান স্পোর্টিং ক্লাবের সংযোজন, যারা আই-লিগের শীর্ষে শেষ করার পরে আইএসএল-এ জায়গা করে নিয়েছে। নতুন দল মহমেডান সোমবার, ১৬ সেপ্টেম্বর কলকাতায় তাদের হোম টার্ফ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেড এফসি-এর বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।
ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল এফসি তো ছিলই এবার মহমেডান যোগ দেওয়ায় কলকাতা ফুটবল সমর্থকদের জন্য দারুন মরসুম আসতে চলেছে। এই মরসুমে মোট ছ’টি কলকাতা ডার্বি দেখা যাবে। মরসুমের প্রথম দু’টি কলকাতা ডার্বি অক্টোবরে হবে। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান এসসি শনিবার, ৫ অক্টোবর এবং তারপরে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ১৯ অক্টোবর মুখোমুখি হবে।
হায়দরাবাদ এফসিকে নিয়ে একটা জটিলতা এখনও রয়ে গিয়েছে। তাদের ম্যাচ ফিক্সচার এআইএফএফ ক্লাব লাইসেন্সিং সমস্যা মেটার উপর নির্ভর করবে।
আইএসএল সিজন ২০২৪-২৫ শুরু হবে শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪-এ সন্ধ্যা ৭.৩০ থেকে। স্পোর্টস ১৮ এবং জিও সিনেমা-তে এবারের আইএসএল-এর লাইভ দেখা যাবে। ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালায়লামে শোনা যাবে ধারাভাষ্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার