সুচরিতা সেন চৌধুরী: বছরের দ্বিতীয় দিনই আইএসএল-এ ঘরের মাঠে খেলতে নামছে মোহনবাগান। তার আগের দিন সাংবাদিক সম্মেলনে ফুরফুরে মেজাজে পাওয়া গেল দলের কোচ, প্লেয়ারকে। নতুন বছরে নতুন করে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দল। নতুন বছরের সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলনেও দারুণ ছন্দে সবুজ-মেরুন ব্রিগেড। গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়ে দলে ফিরছেন, যা দলের জন্য বাড়তি মোটিভেশন। মোহনবাগান কোচ হোসে মোলিনা বলছিলেন, “গ্রেগ এখনও পুরোপুরি ফিট না হলেও বেঞ্চে থাকবে। তবে দিমিত্রি, আশিকরা এখনও মাঠে নামার জায়গায় না এলেও তারা দ্রুত সুস্থ হচ্ছে।”
বুধবার অনুশীলনে একা একাই দৌঁড়তে দেখা গেল দিমিত্রি পেত্রাতোসকে। রিহ্যাব করছেন আশিক কুরুনিয়ান ও আপুইয়া। দলের বাকিরা তৈরি হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয়ের ধারা ধরে রাখতে। মনবীর সিং সদ্য বিয়ে করে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তিনিও থাকছেন বেঞ্চে। আইপিএল ২০২৪-২৫ লিগ টেবলের শীর্ষে রয়েছে মোহনবাগান। আর প্রতিপক্ষ হায়দরাবাদ টেবলে সবার শেষে। এক কথায় ফার্স্ট বয়ের সঙ্গে লাস্ট বয়ের লড়াই বৃহস্পতিবার। তবে মোহনবাগান কোচ কোনওভাবেই হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না।
মোলিনা বলছিলেন, “কোনও ম্যাচই সহজ নয়। যে কোনও দলের বিরুদ্ধেই ম্যাচ হোক না কেন তার জন্য আমাদের সেরাটা দিতে হবে। আমাদের ভাল ফুটবল খেলে জয়ের জন্য একইরকমভাবে খাটতে হবে, সে প্রতিপক্ষ যেই হোক না কেন। তাই হায়দরাবাদ সহজ প্রতিপক্ষ বলার কোনও জায়গা নেই।” এর সঙ্গে তিনি জুড়ে দেন, “আমরা সব ম্যাচ জিততে চাই, সব ম্যাচেই তিন পয়েন্ট পেতে চাই। আর এটাই আমাদের একমাত্র টার্গেট। আর এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হায়দরাবাদ ম্যাচ।”
ঘরের মাঠে কেরালার বিরুদ্ধে শেষ ম্যাচে জয়ের পরই দলের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছিলেন, ঘরের মাঠে হায়দরাবাদ ম্যাচে দর্শকদের টিকিটের জন্য কোনও টাকা দিতে হবে না। যার জন্য ৪০ হাজার টিকিট ছেড়েছিল ক্লাব। ইতিমধ্যেই সেই টিকিট শেষ হয়ে গিয়েছে। কম করে ৪০ হাজার সমর্থক যে এই ম্যাচে গ্যালারিতে থাকবে, তা নিয়ে কোনও সংশয় নেই। কোচ চাইছেন বছরের শুরুতেই, সমর্থকদের আনন্দ দিতে। বলছিলেন, “আমি চাই সমর্থকদের আনন্দ দিতে। আমরা লড়াই করব তাদের আনন্দ দেওয়ার জন্য।”
তবে বছরের শুরুতে দীর্ঘকালিন কোনও পরিকল্পনা করতে নারাজ মোহনবাগান কোচ। সে ব্যক্তিগত জীবনেই হোক বা কোচিং জীবনে। বলছিলেন, “আমি কখনও দীর্ঘকালীন কোনও পরিকল্পনা করিনি। আমি এরকমই। আমি প্রতিদিন হিসেবে ভাবি। প্রতিদিনের জীবন উপভোগ করি। এবং খেলার ক্ষেত্রেও শুধু কালকের ম্যাচ নিয়েই ভাবছি। তবে যদি দীর্ঘকালীন পরিকল্পনার কথা ভাবি তাহলে বলব, সব ট্রফি জিততে চাই। কিন্তু সেটা করতে গেলে প্রতিদিন নিজেদের তৈরি করা এবং চাপকে উপভোগ করে এগনোটাই মূল লক্ষ্য।”
পর পর ম্যাচ জিতে গোয়ার বিরুদ্ধে ধাক্কা খেয়েছিল মোহনবাগান। তবে পরের পঞ্জাব ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল দল। সেই ধারা ধরে রাখাই লক্ষ্য। কোচ বলছিলেন, “জেতাটা সব সময়ই বাড়তি মোটিভেশন দলের জন্য। এটা আরও ভাল করতে সাহায্য করে। সবাই খুশি থাকে। তাই জয় সব সময়ই দলের জন্য ভাল।”
দলের অন্যতম প্লেয়ার টম আলড্রেডের নতুন বছরের প্রতিজ্ঞা, সাফল্য। বলছিলেন, “আমি এই বছর ফুটবলে সাফল্য চাই। আরও অনেক ফুটবল খেলা। শীর্ষে শেষ করা। সব ম্যাচে ক্লিনশিট রাখা। আরও গোল করা।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার