অলস্পোর্ট ডেস্ক: অতিপ্রত্যাশিত আইএসএল ২০২৪-২৫ প্লে-অফের সময়সূচী ঘোষণা করে দেওয়া হল। নকআউট পর্ব হবে ২৯ ও ৩০ মার্চ। এর পর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই লেগের সেমি-ফাইনাল হবে। বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি হবে ১২ এপ্রিল, শনিবার।
মোহনবাগান সুপার জায়ান্ট টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিতে ইতিহাস সৃষ্টি করেছে। তারা লিগের প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট-এর পাশাপাশি এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি প্লে-অফে তাদের জায়গা নিশ্চিত করেছে।
প্লে-অফ ফর্ম্যাট:
তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী দল দুটো সিঙ্গল লেগ নকআউট ম্যাচে মুখোমুখি হবে, যেখানে বিজয়ীরা সরাসরি সেমি-ফাইনালে থাকা মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। সেমি-ফাইনাল দু’টি হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে হবে। দুই লেগ মিলিয়ে দুই বিজয়ী দল ১২ এপ্রিল লিগ টেবলের শীর্ষে থাকা দলের মাঠে ফাইনাল খেলবে।
প্লে অফের ক্রীড়াসূচী দেখে নিন—
- ২৯ মার্চ: নকআউট ১ – বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি
- ৩০ মার্চ: নকআউট ২ – নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম) বনাম জামশেদপুর এফসি
- ২ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (প্রথম লেগ) – নকআউট ১-এর বিজয়ী (হোম) বনাম এফসি গোয়া
- ৩ এপ্রিল: সেমি-ফাইনাল ২ (প্রথম লেগ) – নকআউট ২-এর বিজয়ী (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
- ৬ এপ্রিল: সেমি-ফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – এফসি গোয়া (হোম) বনাম নকআউট ১-এর বিজয়ী
- ৭ই এপ্রিল: সেমি-ফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম নকআউট ২-এর বিজয়ী
- ১২ এপ্রিল: ফাইনাল – সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী
আইএসএল-এর প্লে অফের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে JioHotstar-এ (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম) এবং টেলিভিশনে দেখা যাবে Star Sports – 3 (ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়ালম) এবং Asianet Plus (মালয়ালম) চ্যানেলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার