অলস্পোর্ট ডেস্ক: আইএসএল ২০২৪-২৫ মরসুম শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। গতবারের রানার্স আর চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইএসএল। ১৩ দলেরই যে আইএসএল হবে তা নিয়ে একটা সংশয়ও দেখা দিয়েছে। এই মরসুমে প্রথম খেলতে দেখা যাবে কলকাতার দল মহমেডান এসসিকে। একমাত্র শহর যেখান থেকে তিনটি দল খেলবে এই লিগে। অন্যদিকে সমস্যায় হায়দরাবাদ এফসি। তারা ইতিমধ্যেই ক্লাব লাইসেন্সিংয়ের বাইরে বেরিয়ে গিয়েছে। সেটা নতুন করে তাদের পাশ করতে হবে তবেই তারা এবার আইএসএল খেলতে পারবে। তবে প্রাথমিক যে সূচি বেরিয়েছে তাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক কলকাতার তিন দল কবে, কখন, কোথায় খেলবে।
কলকাতার তিন দলের ম্যাচ কবে, কোথায়, কখন জেনে নিন:
মোহনবাগান এসজি
১৩ সেপ্টেম্বর- বনাম মুম্বই সিটি এফসি (হোম), ২৩ সেপ্টেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম), ২৮ সেপ্টেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি, ৫ অক্টোবর- বনাম মহমেডান এসসি (হোম), ১৯ অক্টোবর- বনাম ইস্টবেঙ্গল এফসি, ৩০ অক্টোবর- বনাম হায়দরাবাদ এফসি*, ১০ নভেম্বর- বনাম ওডিশা এফসি, ২৩ নভেম্বর- বনাম জামশেদপুর এফসি (হোম), ৩০ নভেম্বর- বনাম চেন্নাইন এফসি (হোম), ৮ ডিসেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, ১৪ ডিসেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স (হোম), ২০ ডিসেম্বর- বনাম এফসি গোয়া, ২৬ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি।
ইস্টবেঙ্গল এফসি
১৪ সেপ্টেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি, ২২ সেপ্টেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স , ২৭ সেপ্টেম্বর- বনাম এফসি গোয়া (হোম), ৫ অক্টোবর- বনাম জামশেদপুর এফসি (৫.০০), ১৯ অক্টোবর- বনাম মোহনবাগান এসজি (হোম), ২২ অক্টোবর- বনাম ওডিশা এফসি, ৯ নভেম্বর- বনাম মহমেডান এসসি (হোম), ২৯ নভেম্বর- বনাম নর্থইস্ট ইউনাইটেড (হোম), ৭ ডিসেম্বর- বনাম চেন্নাইন এফসি, ১২ ডিসেম্বর- বনাম ওডিশা এফসি (হোম), ১৭ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি (হোম), ২১ ডিসেম্বর- বনাম জামশেদপুর এফসি (হোম), ২৮ ডিসেম্বর- বনাম হায়দরাবাদ এফসি*।
মহমেডান স্পোর্টিং
১৬ সেপ্টেম্বর- বনাম নর্থইস্ট (হোম), ২১ সেপ্টেম্বর- বনাম এফসি গোয়া (হোম), ২৬ সেপ্টেম্বর- বনাম চেন্নাইন এফসি, ৫ অক্টোবর- বনাম মোহনবাগান এসজি, ২০ অক্টোবর- বনাম কেরালা ব্লাস্টার্স (হোম), ২৬ অক্টোবর- বনাম হায়দরাবাদ এফসি* (হোম), ৯ নভেম্বর- বনাম ইস্টবেঙ্গল এফসি, ২৭ নভেম্বর- বনাম বেঙ্গালুরু এফসি (হোম), ২ ডিসেম্বর- বনাম জামশেদপুর এফসি, ৬ ডিসেম্বর- বনাম পাঞ্জাব এফসি , ১৫ ডিসেম্বর- বনাম মুম্বই সিটি এফসি (হোম), ২২ ডিসেম্বর- বনাম কেরালা ব্লাস্টার্স, ২৭ ডিসেম্বর- বনাম ওডিশা এফসি।
(সময় উল্লেখ না করা ম্যাচগুলি শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে)।
আইএসএল ২০২৪-২৫-এর ম্যাচগুলি শুক্রবার, ১৩ সেপ্টেম্বর থেকে স্পোর্টস ১৮ এবং জিও সিনেমায় সরাসরি দেখা যাবে। আইএসএলের খেলাগুলি লাইভ স্ট্রিমিং করা হবে জিও সিনেমায় এবং টিভিতে এটি স্পোর্টস ১৮ নেটওয়ার্কে লাইভ হবে। এটি চারটি ভাষায় উপলব্ধ হবে, যথা ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালয়ালম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার