অলস্পোর্ট ডেস্ক: হঠাৎই ডার্বি ঘিরে দেখা দিয়েছিল সঙ্কট। আইএসএল ২০২৪-এর প্রথম ডার্বির দিনও বদলাতে হয়েছিল। শেষ পর্যন্ত লিগের প্রথম পর্বের শেষে সেই ডার্বি আয়োজন করা সম্ভব হয়। তার আগে অবশ্য সুপার কাপের ডার্বি খেলে ফেলেছে দুই দল। ফিরতি ডার্বির আগেও দেখা দিয়েছিল সেই একই সমস্যা। প্রথম ডার্বির সময় ছিল পুজোর আবহ আর এবার শাসক দলের ব্রিগেড সমাবেশ। ডার্বির দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। তার পর ব্রিগেড সমাবেশের দিন ঘোষণা হতেই মাথায় হাত ফুটবলপ্রেমী থেকে আয়োজক এবং আইএসএল কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত যা খবর তাতে বদলাচ্ছে না ডার্বির দিন ও ভেন্যু। ১০ মার্চ, যুবভারতী ক্রিড়াঙ্গনেই হবে আইএসএল-এর এই মরসুমের দ্বিতীয় ডার্বি।
এই সব ক্ষেত্রে ম্যাচ বাতিল করার পিছনে সব থেকে বড় কারণ থাকে পুলিশের ব্যবস্থা। কারণ দুই ক্ষেত্রেই সাধারণ মানুষ থেকে নেতা-মন্ত্রী এবং প্লেয়ার-কোচদের নিরাপত্তার ব্যবস্থা করাটা সব থেকে বড় চ্যালেঞ্জ থাকে প্রশাসনের কাছে। সেই অবস্থায় প্রচুর পুলিশ বাহিনীর প্রয়োজন হয় যাতে সুষ্ঠভাবে সমাবেশ হোক বা ম্যাচ সম্পন্ন করা সম্ভব হয়। সেদিক বিচার করেই মনে করা হচ্ছিল ব্রিগেড সমাবেশের দিন কীভাবে হবে ডার্বি। তবে যা খবর তাতে প্রশাসনের তরফে দুটোতেই সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। ব্রিগেডও হবে, হবে ডার্বিও। দুটো সময়ের পার্থক্য আর নিরাপত্তার দায়িত্বের কথা ভেবেই এই সিদ্ধান্তে পৌঁছনো গিয়েছে।
ব্রিগেড সমাবেশ সকাল থেকে শুরু হয়ে বিকেলের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আর আইএসএল-এর ম্যাচ শুরু রাত ৭.৩০-এ। যে কারণে খুব সমস্যা হওয়ার কথা নয়। অন্যদিকে ব্রিগেড সমাবেশ সামলানোর দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ, এবং ডার্বির দায়িত্বে বিধাননগর কমিশনারেট। যে কারণে নিরাপত্তার নিরিখেও কোনও ভাগাভাগির জায়গা নেই। যে শক্তি নিয়ে সব সময় ডার্বি ম্যাচ পরিচালনা করা হয় সেভাবেই এটাও হবে। যার ফলে আপাতত যা পরিস্থিতি তাতে ডার্বির আকাশে যে কালো মেঘ দেখা গিয়েছিল তা কেটে গিয়েছে। নির্ধারিত দিনে, নির্ধারিত জায়গাতেই হচ্ছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ। এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল।
এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে দুই দল। মোহনবাগান চাইছে লিগ তালিকার শীর্ষে জায়গা করে নিতে। অন্যদিকে ইস্টবেঙ্গলের লক্ষ্য সুপার সিক্স। দুই কোচই তাঁদের লক্ষ্যে সফলভাবেই এগোচ্ছেন। যার ফলে এই ডার্বি যে হাড্ডাহাড্ডি লড়াই দেখবে তা নিয়ে কোনও সংশয় নেই। সঙ্গে দুই জায়ান্টের ফ্যানদেরও স্বস্তি। ডার্বির লড়াই দেখতে ভরে উঠবে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার