অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) নতুন সদস্য হিসেবে যোগ দিচ্ছে মহমেডান স্পোর্টিং ক্লাব (এমএসসি)। শনিবার লিগের তরফ থেকে তাদের অন্তর্ভুক্তির ঘোষণা করা হল।
২০২৪-২৫ মরশুম থেকে দেশের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব মহমেডান স্পোর্টিং ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করবে। যার ফলে আইএসএলে ক্লাবের সংখ্যা দাঁড়াবে ১৩। ২০২৩-২৪ আই-লিগ শিরোপা জয়ের পর, মহামেডান এসসি আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করা দ্বিতীয় ক্লাব হিসেবে জায়গা করে নিয়েছে, পাঞ্জাব এফসি-র পর।
গত মরশুমে ১৩ দলের আই লিগে ২৪টি ম্যাচে ১৫টি জয় ও সাতটি ড্র-সহ মোট ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং। এই সাফল্যের ফলেই এ বার আইএসএলে খেলবে তারা। কলকাতার দুই প্রধান মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি গত চার বছর ধরে খেলছে। আইএসএলে। এ বার আর এক প্রধানকেও দেখা যাবে দেশের সেরা ফুটবল লিগে। বাংলার ফুটবলপ্রেমীদের কাছে যা বেশ খুশির খবর।
(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার