অলস্পোর্ট ডেস্ক: গতবারের চ্যাম্পিয়নরা যে এভাবে অসহায় আত্মসমর্পন করতে পারে তা হয়ত অতিবড় সুইজারল্যান্ড সমর্থকও ভাবেনি। কিন্তু শনিবার ইউরো২০২৪-এর শেষ-১৬-র ম্যাচে তেমনটাই হল। একতরফা ম্যাচ ২-০ গোলে জিতে ইতালিকে ছিটকে দিল সুইসরা। গতবারের ইউরো চ্যাম্পিয়নদের এমন হতাশ করা পারফর্মেন্স রীতিমতো চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে। যদিও চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত দু’বার বিশ্বকাপের দরজাই খুলতে পারেনি। একটাই আশা ছিল আর সেটা হল ইউরো। সেটাও এবারের মতো হাতছাড়া হয়ে গেল।
তবে এই ম্যাচে যোগ্য দল হিসেবেই জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল সুইজারল্যান্ড। ম্যাচ শুরুর ৭ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফ্রিউলার। এরর আগেও সুযোগ এসেছিল সুইজারল্যান্ডের কাছে। কিন্তু তা আটকে যায় গোলকিপারের হাতে। কিন্তু তা দমিয়ে দিতে পারেনি ইতালির প্রতিপক্ষকে। ততক্ষণে ইতালির ভুল পাস, ফিনিশিংয়ের অদক্ষতা-সহ নানান দুর্বলতা ধরে ফেলেছে তাদের প্রতিপক্ষ। যার ফল দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ করে ফেলা। ৪৬ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন ভার্গাস।
এই হারের সঙ্গেই ইতালির কোচ স্প্যালেত্তিকে নিয় প্রশ্ন উঠে গিয়েছে। যদিও হারে দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ২০ বছরে এই প্রথমে ইতালি ইউরো কাপে কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেল। স্প্যালেত্তি বলেন, “সব দায় আমার।আমরা পারিনি কারণ আমার দল নির্বাচন। প্লেয়ারদের কোও দায় নেই।” তবে তিনি দলের সঙ্গে বেশি ম্যাচ খেলতে না পারাকেো দায়ী করেছেন। ২০২৩৩-এর অগস্টেই তিনি দলের দায়িত্ব নিয়েছিলেন।
এদিকে ঘরের মাঠে ডেনমার্ককে হারিয়ে প্রত্যাশামতই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জার্মানি। ম্যাচ শুরু ৪ মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল জার্মানি। তবে এই ইউরোতে যেভাবে ‘ভার’এর প্রভাব দেখা যাচ্ছে তাতে যে গোল করেও স্বস্তি নেই সেটা আরও একবার প্রমান হয়ে গেল এই ম্যাচে। দুই দলে একটি করে গোল বাতিল হল। এবং ভারের সৌজন্যেই পেনাল্টি পেয়ে গেল জার্মানি। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর জার্মানি পেনাল্টি থেকে গোলের দরজা খোলে ৫৩ মিনিটে। গোল করেন হাভার্তজ। ৬৮ মিনিটে ২-০ করেন মুসিয়ালা। এখান থেকে আর ফিরতে পারেনি ডেনমার্ক।
তবে এই ম্যাচে অনেকবেশি খবরে উঠে আসে মাঝ পথে ম্যাচ বন্ধ হয়ে যাওয়া। ম্যাচের ৩৪ মিনিট থেকে শুরু হয় প্রবল বৃষ্টি ও বজ্রপাত। বৃষ্টি ফুটবল হলেও বজ্রপাতের মধ্যে খেলা চালানোর নিয়ম নেই। বাধ্য হয়েই রেফারি খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান দুই দলের ফুটবলারর। একটা সময় শুরু হয় শিলা বৃষ্টি। বড় বড় শিল পড়তে দেখা যায় মাঠে। ২০ মিনিট ম্যাচ বন্ধ থাকার পর বৃষ্টি কমলে আবার শুরু হয় খেলা। ম্যাচ জিতে জার্মান কোচ জুলিয়ান নেগেলসম্যান বলেন, “পুরো টুর্নামেন্টে এটাই সেরা ম্যাচ ছিল। তবে আমার মনে হয় স্বাভাবিকের বাইরে আমাদের কোনও চাপ ছিল না। আমাদের প্রেরণা ছিল ফ্যানদের প্রত্যাশা। আর আমাদের প্লেয়ররা চাপ সামলাতে অভ্যস্ত। তাই কোনও সমস্যা হয়নি।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার