অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) দল জামশেদপুর এফসি শুক্রবার তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে প্রধান কোচ স্কট কুপারের বিদায়ের কথা ঘোষণা করে দিল। যেদিন ওড়িশা এফসির কাছে ১-৪ গোলে হারল জামশেদপুর সেদিনই এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আইরিশ-ইংলিশ প্রধান কোচ ২০২৩-২৪ মরসুম শুরুর আগে মেন অফ স্টিলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে ইউরোপ এবং এশিয়ায় ২০ বছরের কোচিং অভিজ্ঞতা নিয়েই এই দিলে যোগ দেন তিনি। তবে, কুপার জামশেদপুর এফসিকে সেই সাফল্য এনে দিতে পারেননি।
আইএসএল ২০২৩-২৪-এ ওড়িশা এফসি-র কাছে তাদের পরাজয়ের কয়েক ঘন্টা পরই তাঁর প্রস্থানের কথা করা হয়। চলতি আইএসএল মরসুমে এটি ছিল দলের সপ্তম পরাজয়। মেন অফ স্টিল ম্যাচের শুরুতে লিড নিলেও কলিঙ্গ ওয়ারিয়র্সের কাছে ৪-১ ব্যবধানে হেরে যায়।
কুপারের কোচিংয়ে দলটি ১২টি ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে মরসুমের প্রথমার্ধ শেষ করে দু’টি জয় এবং তিনটি ড্র দিয়ে। জামশেদপুর এফসি বর্তমানে পয়েন্ট টেবিলের দশম স্থানে স্থানে রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার