সুচরিতা সেন চৌধুরী: শনিবার যুবভারতী স্টেডিয়ামে লড়াই লিগ টেবলের দু’য়ের বিরুদ্ধে সাতের। তবুও আত্মবিশ্বাসী এক ধাক্কায় অনেকটা পিছিয়ে পড়া জামশেদপুর এফসি। দু’সপ্তাহের ব্রেক কাটিয়ে ফিরছে সব দলগুলো। আর সেই সময়টাকেই কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চান দলের সহকারি কোচ প্রাক্তন ভারতীয় ফুটবলার স্টিভেন ডায়াস। এক কথায় সমস্যায় দল। লাল কার্ডের জন্য ডাগ আউটে থাকতে পারবেন না দলের হেড কোচ খালিদ জামিল। এক ম্যাচের জন্য সেই দায়িত্ব সামলাতে নেমেই স্টিভেনের সামনে কলকাতার দল মোহনবাগান। আর এই চ্যালেঞ্জটাকেই উপভোগ করছেন তিনি। তার মধ্যেই মেনে নিলেন শেষ দুটো ম্যাচের ফল খারাপ হয়েছে।
বলছিলেন, “শেষ দুটো ম্যাচ খুব ভাল যায়নি। নর্থ-ইস্টের বিরুদ্ধে প্রমার্ধেই রেড কার্ডটা বড় ধাক্কা ছিল। সেটা প্রভাব ফেলেছিল খেলায়। তবে সব দলকেই এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আমরা দেখব কীভাবে দ্রুত ঘুরে দাঁড়ানো যায়। আশা করছি কালকের ম্যাচ আমাদের সেই মঞ্চ দেবে।”
এর সঙ্গে তিনি আরও বলেন, “আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। আমাদের কাছে অন্য কোনও বিকল্প নেই। শেষ দুই ম্যাচে হারের পর যে ব্রেকটা পেয়েছিলাম সেটা খুব কাজে দিয়েছে, যা দলের মধ্যে সদর্থক মানসিকতা নিয়ে এসেছে।” তবে খেলাটা লিগ টেবলের দুই নম্বরের বিরুদ্ধে তো বটেই সঙ্গে ক্লাবটা যখন মোহনবাগান তখন চ্যালেঞ্জটা আরও বড়। আর যখন খেলতেন তখন ও এখন কোচ হিসেবে, চাপটা যে তিনি পছন্দ করেন তা পরিষ্কার করেই জানিয়ে দিলেন তিনি।
বলছিলেন, “আমি চাপ পছন্দ করি, খেলোয়াড় হিসেবেও করতাম আর এখন কোচ হিসেবেও করি। আমার কলকাতার ক্লাবের হয়ে খেলার স্বপ্ন ছিল, যেটা হয়নি। তাই কোচ হিসেবে কলকাতার ক্লাবের বিরুদ্ধে লড়াইটা উপভোগ করব। এটাও সত্যি, কোচ হিসেবে মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার চাপ থাকবেই। আর সেই চাপ আমি উপভোগ করব।”
তবে যতই আত্মবিশ্বাসী দেখাক না কেন মোহনবাগানকে যে হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই সেটাও খুব ভাল করে জানেন এবং সমীহ করছেন প্রতিপক্ষকে। আশিস রাইয়ের না থাকার বিষয়ে বলেন, ”মোহনবাগানের সব প্লেয়ার খুব ভাল। এক জনের না থাকাটা কোনও পার্থক্য তৈরি করবে না।”
শেষ দুই ম্যাচে ১০ গোল হজম প্রসঙ্গে স্টিভেন বলেন, “শেষ দুই ম্যাচের ফল মানসিকভাবে দলকে ধাক্কা দিয়েছিল। তার পরই এই ব্রেকে সবাই সবার বাড়িতে ফিরেছে, পরিবারের সঙ্গে দেখা করেছে, ছুটি কাটিয়ে ফিরে সবাই প্রতিযোগিতার মানসিকতায় রয়েছে, অনুশীলনে তেমনটাই দেখা গিয়েছে। তবে হ্যাঁ, একটু সাবধান থাকতেই হবে।”
শুরুটা ভালই করেছিল জামশেদপুর এফসি। পর পর জয়ে দল আত্মতুষ্ট হয়ে পড়েছিল এমনটা মানতে নারাজ এই ম্যাচের জন্য দলের কোচ। বলেন, “এটা অতিরিক্ত আত্মবিশ্বাস নয়। টানা জিততে জিততে কখনও এক দুটো ম্যাচ এমন হয়ে যায়। তবে আমাদের লক্ষ্য এখনও শেষ চারে পৌঁছনো।”
দলের সঙ্গে আসতে পারেননি গুরুত্বপূর্ণ দুই বিদেশি জর্ডন ও লাজার, জানিয়ে দিলেন কোচ। তবে ফিরছেন স্টিফেন ইজে। জর্ডন না থাকায় প্রথম একাদশে দেখা যেতে পারে মনভীর সিংকে। কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনিও। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন, হারের কোনও জাায়গা নেই তাদের কাছে। বলছিলেন, “শেষ দুই ম্যাচের পর জেতা ছাড়া কিছুই ভাবছি না।” এর সঙ্গেই জুড়ে দেন, “আইএসএল-এ খুব বেশি ভারতীয় স্ট্রাইকারদের খেলার সুযোগ থাকে না। তাই যখন সুযোগ পাব সেরাটাই দিতে হবে।”
এবার দেখার শনিবাসরীয় সন্ধ্যায় কে কাকে মাত দেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার