সুচরিতা সেন চৌধুরী: ১০ ম্যাচ খেলে জামশেদপুর এফসির পয়েন্ট এখন ১৮। লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে দল। মরসুমটা দারুণভাবে শুরু করেছিল খালিদ জামিলের দল। পর পর জিতে প্রতিপক্ষ দলগুলিকে ভালই বেগ দিয়েছিল। এর পর একটা পর পর হারের ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়িয়েছে দল। আর সেটাই ভাবাচ্ছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁকে। তিনি মেনে নিয়েছেন, খালিদ জামিলের দলের বিরুদ্ধে লড়াইটা কখনও সহজ হয় না।
“আমাদের শেষের কয়েকটা ম্যাচ ভাল যায়নি, শুরুটা ভাল করেও। তবে ঘুরে দাঁড়িয়েছে দল। আমরা এখানে জিততেই এসেছি। এই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না তবে অসম্ভব নয়।”
অন্য দলগুলোর থেকে কম ম্যাচ খেলার অ্যাডভান্টেজ নিয়েই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে জামশেদপুর এফসি। লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পাঁচে রয়েছে পঞ্জাব এফসি। যে কোনও সময় তাদের ছাপিয়ে এগিয়ে যেতে পারে খালিদ জামিলের দল। তবে একটা করে ম্যাচ নিয়েই ভাবছেন কোচ। আইএসএল ২০২৪-২৫-এর লক্ষ্য জানতে চাইলে বলেন, “আপাতত লক্ষ্য কালকের ম্যাচ জেতা। যদিও ঘুরে দাঁড়ানো এই ইস্টবেঙ্গের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না আগেও বলেছি।”
দলের বাঙালি প্লেয়ারকে নিয়েই কলকাতায় সাংবাদিক সম্মেলনে এসেছিলেন খালিদ। সৌরভ দাসের কাছে যে কোনও ম্যাচ সমান, ইস্টবেঙ্গল আলাদা কিছু নয় সঙ্গে প্রতিপক্ষের দুই তারকা বিদেশির না থাকাটাকেও অ্যাডভান্টেজ মনে করছেন না সৌরভ। তিনি বলেন, “সল ক্রেসপো বা মাদিহ তালালের না থাকাটা যে অ্যাডভান্টেজ নয় সেটা আগের ম্যাচেই ওরা প্রমাণ করে দিয়েছে। তাই হালকাভাবে নেওয়ার কোনও জায়গা নেই।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার