অলস্পোর্ট ডেস্ক: ৩০ নভেম্বর অশোকনগর স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে ম্যাচ ফর বেঙ্গল। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যার্থে ভারতের সর্বকালের সেরা ফুটবলারদের নিয়ে হবে একটি প্রদর্শনী ম্যাচ। বুধবার স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে হয়ে গেল তারই ট্রফি ও জার্সি উন্মোচন।
লেজেন্ড রেড বনাম লেজেন্ড ব্লু ম্যাচে অংশ নিচ্ছেন ভারতের প্রাক্তন ফুটবলাররা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অশোকনগরের বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ন গোস্বামী। এসেছিলেন তিন প্রধানের কর্তা দেবাশিস দত্ত, রূপক সাহা মহম্মদ কামারুদ্দিন এবং আইএফএ সহ সভপতি সৌরভ পাল। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকুনহা।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। দেবাশিস দত্ত বলেন, “এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এছাড়াও আগামী দিনে যা পরিকল্পনা শুনলাম তাও অত্যন্ত প্রশংসনীয়।”
মহম্মদ কামারউদ্দিন বলেন, “এমন উদ্যোগকে কুর্নিশ।”
অত্যন্ত উচ্ছ্বসিত আলভিটো ডিকুনহা, তিনি জানান, “অনেক দিন পর প্রাক্তন সতীর্থদের সঙ্গে দেখা হবে। আবার একসঙ্গে মাঠে নামবো। আমি খুব উচ্ছসিত।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার